মুক্তিযোদ্ধা রহমত আলীর পাশে ইউএনও ইমদাদুল

প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। শনিবার উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর বাড়িতে লুট ও অগ্নিসংযোগের ঘটনায় সরেজমিন পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি সমবেদনা ও ত্রাণ সহায়তা প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর মেয়ে নাজমা বেগম বলেন, 'ইউএনও স্যার গতকাল এসেছিলেন। চাল, ডাল, তেল, চিনিসহ প্রয়োজনীয় মসলা দিয়ে গেছেন। উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, 'আমি গতকাল সন্ধ্যায় পরিদর্শন করে আক্রান্ত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি ও আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছি। অপরাধী যেই হোক না কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।' উলেস্নখ্য, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটায় বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর বাড়িতে লুট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।