ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ
প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
ছাত্র জনতার তোপের মুখে পদত্যাগ করলেন নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়। রোববার দুপুরে ডোমার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বসে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
সম্প্রতি স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারিকৃত অফিস আদেশে ইতোমধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বারদের অনুপস্থিত বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
এরই আলোকে রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে আসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়। এ সময় ছাত্র জনতা জানতে পেরে উপজেলা পরিষদ চত্বরে এসে তার পদত্যাগের বিষয়ে দাবি জানায়। ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে অবশেষে পদত্যাগ করেন দিলীপ কুমার মুখোপাধ্যায়।
তিনি বিগত আওয়ামী লীগের আমলে হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে থেকে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।