দোহারে শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০

দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহারে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগে জয়পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক এস এম খালেক। রোববার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে সব শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খানের সামনে লিখিতভাবে তিনি পদত্যাগ করেন। জানা যায়, এস এম খালেক ওই বিদ্যালয়ে নিয়োগ নেওয়ার পর থেকেই তার স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ ছিলেন অধিকাংশ শিক্ষকসহ শিক্ষার্থীরা। এর আগেও এই শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার নানা অভিযোগ উঠলেও কোনো এক অদৃশ্যের শক্তির বলে থেকেছেন বহাল তবিয়তে। বিভিন্ন সময় শিক্ষকদের অবমূল্যায়ন, শিক্ষকদের বেতন ঠিকমতো পরিশোধ না করা ও বিদ্যালয়ের মার্কেটের দোকানদারদের কাছে থেকে গোপনে অনৈতিকভাবে চাঁদা আদায় করতেন বলেও অভিযোগ ছিল এই শিক্ষকদের বিরুদ্ধে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলে নড়েচড়ে বসে সব মহল। এরই ধারাবাহিকতায় শিক্ষক ও শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এস এম খালেক।