ছাত্রদের রক্তে রঞ্জিত এ এক নতুন বাংলাদেশ -শাহজাহান চৌধুরী
প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য, সংসদীয় দলের হুইপ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, 'ছাত্রদের রক্তে রঞ্জিত এ এক নতুন বাংলাদেশ। এটি এখন আর শেখ হাসিনার দেশ নয়। ফ্যাসিস্ট হাসিনা বাসায় থাকা মায়ের কোলের নিষ্পাপ শিশুদের ওপর পর্যন্ত গুলি চালিয়েছে।'
শনিবার বোয়ালখালী পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারের উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের স্স্নোগান ছিল ফ্যাসিবাদ, দুর্নীতি, সিন্ডিকেট ও নৈরাজ্যের বিরুদ্ধে। আমরা এ আন্দোলনের শাহাদাতবরণকারী সব ছাত্র-জনতাকে স্মরণ করছি। আলস্নাহতায়ালা শহীদদের কবুল করুন।'
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইমাম উদ্দিন ইয়াছিনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মো. বদরুলসহ সেক্রেটারি মো. জাকারিয়া, সাবেক আমীর অধ্যাপক জাফর ছাদেক, বোয়ালখালীর নায়েবে আমীর ডা. আবু নাছের, পৌরসভা জামায়াতের আমীর মো. হারুন, জামায়াত নেতা অধ্যাপক শওকত ওসমান চৌধুরী সাইদুল আলম ও রফিকুল ইসলাম খসরু প্রমুখ।