বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

গাইবান্ধায় কৃষকদের নামে ১০০টি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

গাইবান্ধা প্রতিনিধি
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
গাইবান্ধায় কৃষকদের নামে ১০০টি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

বিদু্যৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার দুপুরে অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের শাহীন মাস্টার।

বক্তব্য রাখেন পলস্নী বিদু্যৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আনাউর রহমান আনু, অর্থ সম্পাদক আহমাদুর রহমান রহিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য আব্দুল হালিম, মাহবুব সাইফুল, ঋষিকেষ, ফুল মিয়া, লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, এ দেশে বিদু্যৎ বিভাগ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গাইবান্ধায় দুর্নীতির দায়ে ৫ কোটি ২৭ লাখ টাকা গ্রাহকদের অতিরিক্ত বিল সমন্বয় করার কথা থাকলেও তা সমন্বয় না করে প্রায় ১০০ জন কৃষকের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। তাই দ্রম্নত ওই সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

তারা বলেন, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, সেচ লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি বন্ধ করতে হবে। সেইসঙ্গে উপজেলা সেচ কমিটিতে সেচ পাম্প মালিক সমিতির সদস্যদের অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে