বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ওয়াসিম ও তানভীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম ও তানভীরের কবর জিয়ারত এবং তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন সাম্প্রদায়িক সম্প্র্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি বাঁশখালী। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর পেকুয়া সদর বাঘগুজারাস্থ নিহত ওয়াসিম আকরাম ও তানভীরের বাড়িতে যায় সাম্প্র্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি। এ সময় সংগঠনের পক্ষ থেকে দুই শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় সংগঠনের বাঁশখালীর প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী, সমন্বয়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন, বাহাদুর আলম হিরণ, সরওয়ার হোসেন, রেজাউল করিম, ফেরদৌস আলম টিটু, মোহাম্মদ সিরাজ, নিজাম উদ্দিন বাবলু, আনিসুর রহমান বাবুল, মো. ছলিম উদ্দিন, মোহাম্মদ মোরশেদুল আলম, আবু সৈয়দ, আবু সালেহ রানা, মোহাম্মদ মারুফ, মামুন এলাহি, জুলফিকার আলি শরিফ, জুনায়েদ মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শাহাব উদ্দিন, দিদার হোসেন, মুক্তার আলী, মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী, আলী আব্বাস, মো. সোলাইমান, চৌধুরী শাহরিয়ার, মোহাম্মদ নাছুর উলস্নাহ মাহিন, রহমত উলস্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।