বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

বর্তমান জনপ্রতিনিধিদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্বদেশ ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
চাঁদপুরের ফরিদগঞ্জে পৌর মেয়রের পদত্যাগ দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ -যাযাদি

বিগত সরকারের অধীনে ভোটবিহীন নির্বাচনে নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিভিন্ন স্থানে ছাত্র-জনতা ও বিএনপি এবং তার অঙ্গসহযোগী সংগঠন এসব কর্মসূচি পালন করে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে রোববার বিনা ভোটে নির্বাচিত মেয়র ও উপজেলা চেয়ারম্যানদের জেলা সমন্বয় মিটিংয়ে উপস্থিতির প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এসএম মনিরুজ্জামান দুদু, সাবেক যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন রিপন, জেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক খালিদ সাইফুলস্না মুন্না প্রমুখ।

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াত ও বিএনপির উদ্যোগে সমাবেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে অবস্থান কর্মসূচি-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমম্বয়ক মঞ্জুরুল ইসলাম বাপ্পি। পরে সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান।

বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, বিরল উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভোট কারচুপির মাধ্যমে দায়িত্বে আসা কাউন্সিলর, ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রোববার বিরল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে অবস্থান কর্মসূচি চলাকালে পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, সাধারণ সম্পাদক নুরজামাল (সোনাহার), উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উলেস্নখ করে, বিগত দিনের আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় চিরিরবন্দর উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিনিধিরা উপজেলায় নির্বাচিত হওয়ার আগে থেকেই কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, মাদক কারবার ওর টেন্ডার বাজি ও সন্ত্রাসী কার্যক্রম কায়েম করেছে। তাই চিরিরবন্দর উপজেলার ছাত্র-জনতা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি'র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী প্রমুখ।

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। অবস্থান কর্মসূচিতে ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন ইমাম হোসেন, আতিক হোসেন, জিহাদুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনের অপসরণ দাবিতে বিক্ষোভ মিছিল ও পদত্যাগের জন্য ৭ দিনের আলটিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। গত শনিবার বিকালে কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাটে তারা এ বিক্ষোভ করে। এলাকাবাসীর পক্ষে এ আলটিমেটাম ঘোষণা করেন কাজিহাল গ্রামের ওসমান গনির ছেলে আসাদুল ইসলাম।

মিরপুর জলেশ্বরী গ্রামের নুর ইসলামের ছেলে আরাফাত মন্ডল বলেন, 'আমি ভিন্ন মতের রাজনীতি করার কারণে মানিক রতন চেয়ারম্যান বিভিন্ন সময়ে আমাকে হয়রানিমূলক মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। বিনা ভোটে নির্বাচিত এই চেয়ারম্যানের অপসারণ করতে হবে।'

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা চেয়ারম্যান মঈনুজ্জামান অপু ও পৌর মেয়র শওকত উসমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রজনতা। রোববার উপজেলা পরিষদ ঘেরাও করে। কিন্তু চেয়ারম্যান কার্যালয়ে না আসায়  পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সাবেক সাধারণ সম্পাদক সানাউলস্নাহ, বিএনপি নেতা মিজানুর রহমান স্বপন, জায়েদুল, পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু, যুবদল নেতা শফিকুল ইসলাম ফুলু, ছাত্র সমন্বয়ক রাব্বি, নৌশাদ প্রমুখ।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মুক্তাদির প্রমুখ।

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে রোববার উপজেলা পরিষদের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি। কর্মসূচি দেখে অফিস খোলা থাকলেও উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম পরিষদ কার্যালয়ে আসেননি।

কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্যসচিব সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তোজা আল আমিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তানভীর আহমদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমানের পদত্যাগ, পৌরসভায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা। রোববার বিক্ষোভ সমাবেশ করে প্রায় শতাধিক নেতাকর্মী। এর আগে, বেলা সাড়ে এগারোটার দিকে শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের নাম পরিবর্তন করে শ্রীপুর সরকারি কলেজ নামকরণের দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাসেল সরকার, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রানা প্রতাপ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দ, সদস্য সচিব আজিজুল হক রাজন, পৌর জাসাসের সদস্য সচিব আল আমীন মোলস্না, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নাজমুল, শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক এরশাদ খান প্রমুখ।

বামনা (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার বামনা উপজলায় জনপ্রতিনিধিদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করে রামনা ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপির নেতারা। বামনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রামনা ইউনিয়নর ইউনিয়ন পরিষদ সদস্য শাহাবুদ্দিন বাচ্চু মোলস্না। আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ চৌধুরী, রামনা ইউনিয়ন পরিষদ সদস্য ইসা আলম, আ. মালেক, মাওলানা হাবিবুর রহমান, উপজলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ও বামনা ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুজন মিয়া প্রমুখ।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফের বিরুদ্ধে সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়ার নির্দেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মামুদ জসিম, সাংগঠনিক সম্পাদক আ. মালেক ভূঁইয়া মঞ্জু, বিএনপি নেতা মিসবাহ উদ্দিন আহম্মেদ, জামায়াতে ইসলামের নেতা আ. হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে