রূপগঞ্জে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ
প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোলস্নার পদত্যাগ দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। রোববার উপজেলার ভুলতা এলাকায় ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোল চত্ব্বর প্রদক্ষিণ করে পুনরায় স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এদিকে বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ ৭ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীসাধারণ।
শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ আউয়াল মোলস্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন অংশগ্রহণ না করেন সেজন্য ভয়ভীতি দেখিয়েছেন। তাছাড়া, শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়, বাধ্যতামূলক কোচিং, অতিরিক্ত বেতন আদায়, শিক্ষার্থীদের বিভিন্ন অজুহাতে হয়রানি, বিগত সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে নানা অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোলস্না বলেন, পদত্যাগ করার কোনো প্রশ্ন উঠে না, তিনি প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। বহিরাগতরা তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে এসব করাচ্ছে।