বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

মোলস্নাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
মোলস্নাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাটের মোলস্নাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় রানা শেখ (২৫) ও অমিত সরদার (২৪) নামের দুই যুবক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাসাঘাট টু জয়ডিহি খালের কাছে মহাসড়কে বেপরোয়া গতিতে চালিত একটি মোটরসাইকেল যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবক দুর্ঘটনা স্থলেই নিহত হন।

নিহতরা হলেন, উপজেলার মেঝেরা গাওলা এলাকার রাজা সরদারের ছেলে অমিত সরদার ও লিয়াকত শেখের ছেলে রানা শেখ। মোলস্নাহাট থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃতু্য মামলা রেকর্ড করা হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার দুপুর ২ টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কের হাজী গোবিন্দপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরজন আলী (৬৫) উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। অন্যদিকে আহতরা হলেন- কালিসফা গ্রামের মছির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার খোর্দ্দকালনা গ্রামের মৃত আব্দুল গণির ছেলে আব্দুল জলিল (৪০)।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সামাউন ইসলাম জানান, দুপুরে ফরজন আলী ভ্যানে ছাগল নিয়ে বিক্রির জন্য প্রসাদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক তাদের ভ্যানে ধাক্কা দেয়। এসময় ভ্যান থেকে ছিটকে পড়ে ছাগলসহ ফরজন আলী নিহত এবং দুইজন মারাত্মকভাবে আহত হন। এরপর তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে