বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

বেতন-ভাতার দাবিতে লালমোহন পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বাজিতপুরে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ
স্বদেশ ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
ভোলার লালমোহনে বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন -যাযাদি

ভোলার লালমোহনে বকেয়া বেতন-ভাতার দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। এদিকে, কিশোরগঞ্জের বাজিতপুরে ভাগলপুর জহরুল ইসলাম নার্সিং কলেজের কর্মচারীদের বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

লালমোহন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার লালমোহন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে পৌরভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে তারা দাবি করেন, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের স্বৈরচারিতায় এবং বৈষম্যের কারণে ৬১ জন কর্মকর্তা-কর্মচারী ২ থেকে ৭ মাস পর্যন্ত বেতন-ভাতা বঞ্চিত। বেতন-ভাতা না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। শিগগিরই বকেয়া পরিশোধের দাবিও জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তারা অভিযোগ করেন; মেয়রসহ কাউন্সিলররা পৌরসভায় অনুপস্থিত থাকার কারণে নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে। একইসঙ্গে তারা প্রশাসক নিয়োগেরও দাবি জানান।

এ সময় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নিজাম উদ্দিন, মেহেদী হাসান, প্রশাসনিক কর্মকর্তা সিরাজউদ্দৌলা নোয়াব, কর আদায়কারী এসএম ফারুকুল ইসলাম, বাজার পরিদর্শক আফসার উদ্দিন, লাইসেন্স পরিদর্শক মফিজুর রহমান, উচ্চমান সহকারী মুছাব্বিরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজের বিভিন্ন কর্মচারীরা রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করে আসছেন। বিক্ষোভকারীরা মেডিকেলের ভিতরে অবস্থান নিয়ে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে, একই দিন শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষ অল্পনা আক্তার ও তার সহযোগীকে অপসারণ করেছেন প্রতিষ্ঠানের পরিচালক ডা. বাহার উদ্দিন। তাদের সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামসহ সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ। এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে