কুমিলস্নার চান্দিনা উপজেলার অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের জবর দখলকৃত ২ একর জায়গা পুনরায় ফিরে পাওয়ার জন্য মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে অম্বরপুর বাজারে এবং স্কুলের মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুলের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন অভিভাবক, শিক্ষক, এলাকাবাসী ও সুশীল সমাজ। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তরা অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের জবর দখলকৃত জায়গা পুনরায় ফিরে দিতে জোরালো দাবি জানান। বক্তারা বলেন, বিদ্যালয়ের জায়গায় ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুল আল মামুন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য দিদারুল আলম রিপন, ইউপি সদস্য মিজানুর রহমান, রনি চৌধুরীসহ শিক্ষার্থীরা।