বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

গণধোলাই, দেয়াল চাপা ও মৌমাছির কামড়ে বৃদ্ধাসহ তিনজনের মৃতু্য

স্বদেশ ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
গণধোলাই, দেয়াল চাপা ও মৌমাছির কামড়ে বৃদ্ধাসহ তিনজনের মৃতু্য

কুমিলস্নার মুরাদনগরে গণধোলাইয়ে চোর, বগুড়ার দুপচাঁচিয়ায় দেয়াল চাপায় দিনমজুর ও মানিকগঞ্জের হরিরামপুরে মৌমাছির কামড়ে বৃদ্ধার মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মুরাদনগর উপজেলায় গণধোলাইয়ে ফারুক নামে এক চোর নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ে নিহত ফারুক (৩৫) উপজেলার মির্জাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

জানা যায়, ভোররাতে মির্জাপুর গ্রামের শরীফ মিয়ার বাড়িতে চুরি করতে যান ফারুক। এ সময় বাড়ির মালিক চোরকে দেখে ফেললে চিৎকার করে স্থানীয়দের ডাকেন। স্থানীয়রা এসে চোরকে আটক করে গণধোলাই দেয়। এতে ফারুক অসুস্থ হয়ে পড়লে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিলস্না মেডিকেল কলেজ (কুমেকে) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় দেয়াল চাপা পড়ে আক্কাছ আলী কবিরাজ (৬০) নামে এক দিনমজুরের মৃতু্য হয়েছে। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামের মৃত জহির উদ্দিন কবিরাজের ছেলে। এ ঘটনায় আনোয়ার প্রামাণিক (৫৫) নামে আরেক দিনমজুর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সকাল ৮টায় এ দেয়াল চাপার ঘটনাটি ঘটেছে।

নিহতের ভাতিজা আসলাম হোসেন জানান, 'আমার চাচা একই গ্রামের আনোয়ার হোসেন নামে একজনের মাটির বাড়ি ভাঙার কাজ করছিলেন। এসময় হঠাৎ মাটির দেয়াল পড়ে গেলে চাচা আক্কাছ আলী ও আনোয়ার হোসেন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে এলে চিকিৎসক আক্কাছ আলীকে মৃত ঘোষণা করেন। অপর আহত আনোয়ার হোসেনকে পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের হরিরামপুরে মৌমাছির কামড়ে শোভা রাণী শীল (৬০) নামে এক বৃদ্ধার মৃতু্য হয়েছে বলে জানা গেছে। তিনি উপজেলার গালা ইউনিয়নের কালই গোপালপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র শীলের স্ত্রী। গত শনিবার রাত সাড়ে দশটার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে বাড়ির পাশে পাট ক্ষেতে পাটপাতা আনতে যান। এ সময় পাটক্ষেতেই মৌমাছি তাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিকভাবে স্থানীয় ঝিটকা বাজার আবির মেডিকেলে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যান।

এ বিষয়টি নিশ্চিত করে গালা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার ফরিদ খান (তাছির) জানান, 'শুনেছি শনিবার বিকালে শোভা রাণী শীলকে মৌমাছি কামড় দিয়েছে। এতে রাতেই তার মৃতু্য হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে