শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

  ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মোমবাতি প্রজ্বলন

ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপনে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শুক্রবার রাতে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনের মুক্ত মঞ্চকে নতুন রূপে সাজিয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করে। পরে মাদারীপুরে ছাত্র আন্দোলনে শহীদ হওয়া দীপ্তসহ সারা বাংলাদেশের শহীদ শিক্ষার্থীদের স্মরণে শিক্ষার্থীরা জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান গেয়ে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। এ সময় মাদারীপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দোয়া মাহফিল

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক সময়ের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল উপজেলা ও পৌরসভা বিএনপির একাংশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা সদর বিবিরহাট বাজারের একটি ক্লাবে ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগী। এ সময় ছিলেন নাজিম উদ্দিন শাহীন, তাহের সিদ্দিকী, মহিবুলস্নাহ বাহার, নুরু আলম মেম্বার, মনছুর আলম চৌধুরী ও খালেদ বাবুল।

সুস্থতা কামনা

ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সুস্থতা কামনা করে এবং কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ ও আহত ছাত্রদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শিবগঞ্জ উপজেলা বিএনপির পল্টন কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি মো. বুলবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম তাজুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব।

আলোচনা সভা

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদী পাইকারচর ইউনিয়ননের ২নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শহীদ মাওলানা আলস্নামা দেলোয়ার হোসেন সাঈদীসহ অসংখ্য শহীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাইকারচরের কামারচর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী থানা শাখার আমির আ. জাব্বার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার সেক্রেটারি মাওলানা আ. আজিজ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলার সাবেক সভাপতি জামাল উদ্দিন।

জন্মবার্ষিকী পালন

ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা, সাম্প্রতিক সময়ের ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ৭৯ পাউন্ড কেক কর্তন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাবেক এমপি এম আকবর আলী ঢাকা থেকে উলস্নাপাড়া হাটিকুমরুল গোলচত্বরে আসলে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১০ হাজার নেতাকর্মী সিরাজগঞ্জ রোডে অভ্যর্থনা জানান। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় এম. আকবর আলী সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

আর্থিক সহায়তা

ম হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শনিবার সকালে দলীয় কার্যলয়ে নিহত তিন পরিবারের সদস্যদের মধ্যে নগদ টাকা সহায়তা প্রধান করেন। এ সময় ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মো. শাখের উলস্নাহ, আরফান আলী, আবু হাসনাত বদরুল কবীর, বীর মুক্তিযোদ্ধা আমজাত আলী, কাজিম উদ্দিন ও বিএনপি নেতা আলী আশরাফ।

মতবিনিময় সভা

ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফের সঙ্গে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় ছিলেন শিবগঞ্জ উপজেলা শাখার নেতা রুবেল হোসেন, সুমন মিয়া, মোনায়েম হোসেন, রউফ, মারুফ, রকি, রাজ, জোবায়ের প্রমুখ।

আর্থিক সাক্ষরতা

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের জন্য আর্থিক সাক্ষরতা ও সঞ্চয় ব্যবস্থাপনার উপর একদিনের প্রশিক্ষণ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরুণীবাড়ী বাবুপাড়া শিখন শিকড় কেন্দ্রে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে আর্থিক সাক্ষরতা ও সঞ্চয় ব্যবস্থাপনার উপর একদিনের প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রফুলস্ন রায়। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন ইউপিজি ফেসিলিটেটর চম্পা রায়সহ ২৫ জন ইউপিজির মহিলা সদস্যরা।

সাধারণ সভা

ম নড়াইল প্রতিনিধি

দীর্ঘদিন পরে নড়াইল সদর হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নড়াইল জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ড্যাবের নড়াইল শাখার সদস্য সচিব ডা. মুশিউর রহমান বাবুর সঞ্চালনায় ও আহ্বায়ক ডা. শরীফ সহাবুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ডা. কামরুল হাসান মিলু, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ডা. শ্যামল কৃষ্ণ সাহা, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফ্‌ফার। এছাড়াও ছিলেন ডা. শামীম, ডা. শেখ আবুল হাসনাত, ডা. মো. বিলস্নাল হোসাইন।

সভা অনুষ্ঠিত

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুর থানার নবাগত ওসির আমন্ত্রণে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাতের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বিশ্বম্ভরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকের আমন্ত্রণে তার কার্যালয়ে উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। এ সময় ছিলেন বিশ্বম্ভরপুর প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য কবি ধীরেন্দ্র দেবনাথ।

মতবিনিময় সিভা

ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ ) প্রতিনিধি

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। শনিবার শান্তিগঞ্জ উপজেলা সদরের ব্যারিস্টার আনোয়ার হোসেনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতা হাজী মো. অলিউল কাইয়ুম সিতারা মিয়ার সভাপতিত্বে, বিএনপি নেতা কামাল পারভেজ স্বাজনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সলিব নুর বাচ্চু, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুর রহমান ফরিদ।

সমাবেশ অনুষ্ঠিত

ম শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর সদর ইউনিয়নের উদ্যোগে ওলামা মাশায়েখ পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

\হশনিবার সকালে উপজেলার মদনপুর জামে মসজিদের হাফেজ মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে ও কাজলী দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ইনসান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ওলামা মাশায়েখ পরিষদের মাগুরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন। বিশেষ অতিথি ছিলেন ওলামা মাশায়েখ পরিষদের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফার।

কর্মিসমাবেশ

ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে খিরনশাল ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন। ইউনিয়ন জামায়াত নেতা শাখাওয়াত শামীমের পরিচালনায় এ সময় ছিলেন উপজেলা জামায়াতের শুরা সদস্য নুরে আলম মিয়াজি, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারি হাফেজ বদিউল আলম, জামায়াত নেতা কাজী খায়রুল আলম, দেলোয়ার হোসেন, কপিল উদ্দিন মোলস্না, মাস্টার শাহিন পাটয়ারী, সাংবাদিক বেলাল হোসাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে