শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

'আমরা রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করব'

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
  ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
'আমরা রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করব'

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী শাহ্‌ খালেদ হাসান চৌধুরী পাহিন বলেছেন, 'আমাদের চাওয়া-পাওয়া রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন। বিএনপির ১৮ দফা কর্মসূচির মধ্যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি আছে। বর্তমান সময়ে প্রতিটি প্রতিষ্ঠানে দলীয় এবং অযোগ্য লোকে ভর্তি হয়ে গেছে। সে জায়গাগুলোতে আমাদের রাষ্ট্র সংস্কারের দরকার।'

শনিবার নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'এই রাষ্ট্র সংস্কারের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার, নতুন ভোটার তালিকা প্রণয়ন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা- এগুলো সবই বিএনপি'র ১৮ দফা কর্মসূচির মধ্যে আছে। এগুলোর বাস্তবায়ন আমরা চাচ্ছি।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি আশা করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কাজ করবেন। এতে তারা সহায়তা করবেন। যদি বর্তমান সরকার কাজগুলো না করে, তাহলে আন্দোলন সফলতা পাবে না।

অপর এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষায় কাজ করছে। গণতন্ত্র রক্ষায় আবারও আন্দোলন করতে হলে তারা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে