শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কোটা আন্দোলনে ছাত্র হত্যার বিচার চেয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
কোটা আন্দোলনে ছাত্র হত্যার বিচার চেয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

পিরোজপুরের ইন্দুরকানীতে কোটা আন্দোলনে ছাত্র হত্যার বিচারের দাবিতে শেখ আসাদুজ্জামান নামে এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আসাদুজ্জামান তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান তার ফেসবুক স্ট্যাটাসে উলেস্নখ করেন, '২০২৩ সালের ২৩ মার্চ আমাকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পত্তাশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কোটা আন্দোলনে কয়েকশ ছাত্র, শিশু ও সাধারণ মানুষ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় আমি শোকাহত। তাই আমি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পত্তাশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদসহ সব পদ থেকে সম্পূর্ণভাবে স্বেচ্ছায়,সজ্ঞানে পদত্যাগ করিলাম।

আসাদুজ্জামান বলেন, 'ছাত্রলীগে দলীয় মতাদর্শের মিল না থাকায় পদত্যাগ করেছি। ছাত্রদের অধিকার আদায়ের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার সম্পূর্ণ সমর্থন ছিল। কোটা আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে