কিশোরগঞ্জের ভৈরব থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সেনাবাহিনী। শনিবার ভৈরব হাজি আসমত কলেজ প্রাঙ্গণে স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজেদুল ইসলাম ভৈরব থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো বুঝিয়ে দেন।
এ সময় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল ফারহানা আফরীন, সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফিসহ সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেজর সানজেদুল ইসলাম জানান, 'গত ৫ আগস্ট সরকার পতনের দিন ভৈরব থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করার পর আজ বুঝিয়ে দিলাম। উদ্ধারকৃত অস্ত্রের মধ্য রাইফেল, শর্টগান, স্টেনগান, চাইনিজ রাইফেল, গ্যাসগানসহ অন্যান্য অস্ত্র রয়েছে।
ভৈরব থানার ওসি সফিকুল ইসলাম জানান, 'আমরা সেনাবাহিনীর কাছ থেকে অধিকাংশ অস্ত্র বুঝে পেয়েছি। বর্তমানে ভৈরব থানার অস্থায়ী কার্যালয়ে আমরা কাজ শুরু করেছি।'
ভৈরব সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল ফারহানা আফরীন বলেন, 'ঘটনার দিন খবর পেয়ে সেনাবাহিনী, কিছু পুলিশ সদস্যদেরসহ অস্ত্র উদ্ধার করে। এবং ছাত্র জনতা কিছু অস্ত্র উদ্ধার করে সেনাক্যাম্পে জমা দেয়।