শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ফেসবুকে ইলিশের দাম কমার খবর শুনে বাজারে এসে হতাশ ক্রেতারা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
ফেসবুকে ইলিশের দাম কমার খবর শুনে বাজারে এসে হতাশ ক্রেতারা

মাছ ধরার নিষেধাজ্ঞা এখন নেই। তার ওপর বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্য নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমার পাশাপাশি মৎস্য উপদেষ্টার ইলিশ রপ্তানি বন্ধের কথা জানতে পেরে বাজারে ইলিশ মাছের দাম কমেছে বলে শোনা যায়। এ খবর শুনে নীলফামারীর সৈয়দপুরে বাজারে ইলিশ কিনতে আসছেন ক্রেতারা। কিন্তু ফেসবুকের সঙ্গে বাজারে মাছের দামের পার্থক্য শুনে হতাশ তারা। বাজারে এখনো ইলিশের দাম আকাশ ছোঁয়া। তাই জাতীয় মাছ ইলিশ কিনতে না পেরে ফিরে যাচ্ছেন ক্রেতারা। মাছের বাজারে গেলে এরকম চিত্র চোখে পড়েছে।

মাছ কিনতে আসা কামারপুকুরের লাল্টু ও কাশিরামের বড় বাবু জানান, প্রায় এক বছরেরও অধিক সময় বাজারে ইলিশ মাছ সল্পতা এবং উচ্চমূল্যের কারণে মুখে জোটেনি। এ সময় কাজীহাটের নিম্ন-আয়ের মান্নান জানান, এক বছর কেন? কয়েক বছরেও ইলিশ মাছ মুখে তুলতে পারেননি। তাই, আমরা বলতাম আমাদের জাতীয় মাছ ইলিশ আর নয়, পাঙ্গাস মাছই জাতীয় মাছ।

এ সময় আরও বেশ কয়েকজন কিনতে আসা ক্রেতা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকসবজির দাম কমার কথা শুনে কিনতে গিয়ে সেখানেও দেখা যাচ্ছে দাম আরও বেড়েছে।

মাছ বাজারের দুজন যারা ইলিশ মাছ বিক্রি করছেন তারা মোকাম থেকে কেনার রসিদ দেখিয়ে জানান, মোকামেই ইলিশ মাছের দাম চড়া। তাহলে দাম কমবে কিভাবে। কত করে কেজি বিক্রি করছেন জানতে চাইলে তারা জানান, ৯শ' গ্রাম থেকে এক কেজি ওজনের মাছের কেজি ১৮ থেকে ১৯শ' টাকা। আর ৬শ' থেকে ৭শ' গ্রামের মাছের কেজি ১৫শ' থেকে ১৬শ' টাকা।

তাছাড়া মোকাম থেকে জানা গেছে, ইলিশের ভরা মৌসুম চললেও জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে। এর ফলে চাহিদাও তুলনায় ইলিশ মাছের আমাদনি কমে যাওয়ায় দামও বেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে