ডা. মৌমিতাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবি শিক্ষার্থীদের
প্রকাশ | ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
ভারতে ডা. মৌমিতা ধর্ষণ-হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। স্টাফ রিপোর্টার প্রতিনিধিদের পাঠানো খবর-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক মকবুল আহমেদ মারুফ, শাহ আলম পালোয়ান, মেহেরুন্নেসা মুনিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় প্রতিবেশী দেশ ভারতের শিক্ষার্থীরা সমর্থন জুগিয়েছিল। তাই নৈতিক ও মানবিক কারণে এমন একটি হত্যাকান্ডের ঘটনায় তাদের পাশে দাঁড়ানো হয়েছে।
ইবি প্রতিনিধি জানান, কলকাতা শহরে আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মৌ?মিতা দেবনাথকে খুন ও ধর্ষণের ঘটনায় মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বরে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'র ব্যানারে এই কর্মসূচি হয়।'
এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এছাড়া মৌ?মিতাসহ বাংলা?দে?শে সকল ধর্ষণ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিও জানান তারা।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক ও সহ-সমন্বয়করা সহশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'ভারতে এবং বাংলাদেশে প্রতিদিন ধর্ষণের ঘটনায় মামলা হয়। এ রকম অসংখ্য মামলা হয়েছে। যেগুলোর কোনোটিরই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় না। এসব বিষয়ে জেগে উঠার সময় হয়েছে। আমরা রাস্তায় গুলির সম্মুখে দাঁড়াতে জানি। আমাদের ভয় দেখানো দুঃসাহস করবেন না। এ ধরনের ঘটনায় যেন কেউ বৈষম্যের শিকার না হয়। সবগুলো মামলার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।'