বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

অস্ত্রধারী যুবকসহ তিন জেলায় গ্রেপ্তার ৪

কলমাকান্দায় ভারতীয় চিনি-কম্বলসহ আটক ৩
স্বদেশ ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
অস্ত্রধারী যুবকসহ তিন জেলায় গ্রেপ্তার ৪

নেত্রকোনার কলমাকান্দায় ৮০ বস্তা ভারতীয় চিনি ও ৫শ' কম্বলসহ ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়াও নোয়াখালীর সেনবাগে পিস্তলধারী যুবকসহ তিন জেলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সেনবাগে একটি ৯ এমএম বিদেশি পিস্তলসহ মনির আহমদ (২১) নামের এক যুবককে আটক করেছে সেনবাগ থানা পুলিশ।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এলাকাবাসী অস্ত্রসহ মনিরকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে।

আটক মনির উপজেলার কাদরা ইউনিয়নের আহম্মদপুর গ্রামের হানিফের ছেলে।

এ বিষয়ে সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার প্রতিবেশী কাইয়ুম তাকে ঢাকা থেকে পিস্তল এনে দিয়েছে। ধারণা করা হচ্ছে, পিস্তলটি ঢাকার কোনো থানা থেকে লুট হওয়া।

এ ঘটনায় সেনবাগ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য শফিকুল ইসলাম মাসুদের ওপর হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতা ইসাজ রহমান শিকদার গ্রেপ্তার হয়েছে। শুক্রবার তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বুধবার রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে শফিকুল ইসলাম মাসুদের ওপর হামলা করেন ছাত্রলীগ নেতা ইসাজ রহমান শিকদারসহ অন্যরা।

এ ঘটনায় শুক্রবার আহত ছাত্র মাসুদের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনের নাম উলেস্নখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারুফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে।

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমা কান্দায় অবৈধপথে আনা ৮০ বস্তা ভারতীয় চিনি ও ৫শ' কম্বল জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তিন চোরাকারবারিকে আটক করা হয়। শুক্রবার ভোরে মন্তলা-কেশবপুর সড়কের ইশবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের ইশবপুর গ্রামের শহিদুল ইসলাম, মন্তলা গ্রামের মোহাম্মদ মৌলা মিয়া ও হুমায়ুন কবির। সেনাবাহিনীর এইট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর জিসানুল হায়দার জানান, 'জব্দ করা মালামালের আনুমানিক দাম ১০ লাখ টাকা। আটক চোরাকারবারিদের কলমাকান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি চলছে। আর জব্দ করা পণ্যসমূহ উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি হেফাজতে স্থানান্তর করা হবে।

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার পাটকেলঘাটায় চুরি হওয়া মোটর সাইকেলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার উপজেলার কুমিরা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- তৈলকুপি গ্রামের আজহারুল (২৫) ও গণেশপুর গ্রামের আশরাফুল ইসলাম মনা (২৬)। স্থানীয়রা আটক চোর ও জব্দ মোটর সাইকেলটি শনিবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পাটকেলঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত চোরদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে