শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বিক্ষোভ মিছিল

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাছাড়া গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সভাপতিত্বে আনোয়ারা চাতরী চৌমুহনীতে অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক রফিক মাস্টার, সারোয়ার হোসেন মাসুদ, রফিক ডিলার, ফরিদ উদ্দিন মিলটন, আবুল মনসুর প্রমুখ। ইকোনমিক জোন সড়কে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কে মোজাম্মেল হকের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সলিমুলস্নাহ খান, অ্যাডভোকেট ফৌজুল আমিন, আবুল কালাম আবু, হুমায়ুন কবির আনসার।

অবস্থান কর্মসূচি

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে গণহত্যা ও গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি ও পথসভা করেছে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। বৃহস্পতিবার বাঁশখালী উপজেলার বৈলছড়ি বাজার এলাকায় সভায় বাঁশখালী উপজেলা বিএনপি নেতা চৌধুরী ওয়াহহাবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন বৈলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. সৈয়দ আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সিরাজুল আলম সিরাজ, বিএনপি নেতা মোহাম্মদ ইউনুস, আলমগীর সিকদার, মোহাম্মদ নাছির, হেলাল উদ্দিন।

জন্মদিন পালিত

ম তাড়াশ (সিরাজগঞ্জ ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার জন্মদিন পালন উপলক্ষে উপজেলা মুহুরী অফিস চত্বরে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফসার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. দুলাল হোসেন।

শান্তি সমাবেশ

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত বুধবার বিকাল ৫টার দিকে বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস, ছাত্র নেতা ও ব্যবসায়ী নূরে আলম দিপু বর্তমান পরিস্থিতিতে পাঁচটি গ্রামের অধিবাসীকে সন্ত্রাসমুক্ত রেখেছেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার প্রাথমিক বিদ্যালয়ের করিডোরে শান্তি সমাবেশের আয়োজন করেন। শান্তি সমাবেশে নূরে আলম দিপু এই প্রতিবেদককে বলেন, তার সরিষাপুর, জুমাপুর, হাটিপাড়া, দেওচান্দি, ইকরাটিয়া গত ৫ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত গ্রামগুলোকে রক্ষা করেছেন।

দোয়া মাহফিল

ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক হাবিবউলস্নাহ রানা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক শামসু রানা।

কর্মসূচি পালন

ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে নানিয়ারচর সদর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নানিয়ারচর সেতুতে বিজয় উলস্নাসে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় সেখানে শত শত নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা হচ্ছেন নুরুল ইসলাম, রণ বিকাশ চাকমা, মো. ইউনুস, কবির হোসেন।

রোগমুক্তি কামনায়

ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে দেশনেত্রী খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বুলারতালুক মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে জুমার নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিকদলের সভাপতি সোলায়মান ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক চন্দনাইশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম। দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মফিজউদ্দিন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুরিদুল আলম, বিএনপি নেতা আমিনুল ইসলাম।

কমিটি গঠন

ম ঝিনাইদহ প্রতিনিধি

বাংলাদেশ দোকান মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের কালীচরণপুর সুপার মার্কেট কেপি বসু সড়ক (২য় তলায়) দোকান মালিক সমিতির অফিসে ঝিনাইদহ দোকান মালিক সমিতির সাবেক সহ-সভাপতি সাজু আহমেদ দুলালের সভাপতিত্বে ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডবোকেট এমএ মজিদ, ব্যবসায়ী নেতা জাহিদ ইসলাম, রফিকুল আলম, মো. আমান্নউলস্নাহ। আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে আনোয়ারুল ইসলাম বাদশাকে আহবায়ক ও মনিরুজ্জামান খান মিঠুকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

\হ

পথসভা অনুষ্ঠিত

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের নেতৃত্বে গত বুধবার বিকাল ৫টার দিকে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় সরারচর রেল গেটে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। এ সময় ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক মস্তুফা আমিনুল হক, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবুল ফজল হোসেন, বিএনপি নেতা শামিম আহমেদ, উপজেলা যুব দলের আহবায়ক আবুল খায়ের।

দুর্ধর্ষ চুরি

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারায় থানা গেটের সামনে "মদিনা টেলিকম সার্ভিসিং সেন্টার" নামে একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে আনুমানিক আড়াই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মো. আজিজ বাদী হয়ে আনোয়ারা থানায় অভিযোগ দিয়েছে। বুধবার দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উলেস্নখ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই কাউসার বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চুরির ঘটনায় একটি অভিযোগ করেছে, আমরা বিষয়টি তদন্ত করে অভিযুক্তদেরকে আটকের চেষ্টা করছি।

দোয়া অনুষ্ঠিত

ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর এলাকা চালা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্ট চত্বরে, বেলকুচি উপজেলা ও পৌর তাঁতীদলের আয়োজিত, পৌর তাঁতীদলের সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ গোলাম মওলা খাঁন বাবলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আকন্দ।

নতুন ওসি

ম ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা থানায় নতুন অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আকবর হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি সিআইডিতে ইন্সপেক্টর পদে  ও মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ওসি তদন্ত হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এবং তিনি  সুনামগঞ্জ জেলা  রেশন স্টোরের অফিসার ইনচার্জ ওসি হিসেবে কর্মরত ছিলেন। সিলেট জেলার দক্ষিণ সুরমা  উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা। ওসি মোহাম্মদ আকবর হোসেন ২০০০ সালে পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে যোগ করেন।

বিক্ষোভ মিছিল

ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকারীদের বিচারের দাবিতে চাটখিল উপজেলা বিএনপি গত বৃহস্পতিবার বিকালে পৌর শহরের আনিতাশ পেট্রোল পাম্পের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, পৌর বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব এহসানুল হক মাসুদসহ বিএনপি ও যুবদলের নেতারা।

মিছিল অনুষ্ঠিত

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবন প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাহমুদুল হক দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ কামরুল আলম খান লিটনসহ আরও অনেকে।

মতবিনিময় সভা

ম সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের মুজিব সড়কের শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক বিদু্যৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ। আরও বক্তব্য রাখেন সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সমাবেশ অনুষ্ঠিত

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

\হবৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনে সকল গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। গোবিন্দগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে ও চলতি দপ্তরের দায়িত্বে থাকা সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক।

ফ্রি মেডিকেল ক্যাম্প

ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রাইম মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকদের ব্যবস্থাপনায় দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি এবং লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ একদল চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ ব্যাপারে ডা. তোফায়েল আহমেদ জানান, চিকিৎসক হিসেবে আমাদের উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষের সেবা দিতে চাই।

সম্প্রীতি সমাবেশ

ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদকের আয়োজনে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক প্রবাসী ড. মনিরুজ্জামান মনির। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণ পদ মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ শ্যামনগর উপজেলার আহ্বায়ক বিষ্ণু পদ মন্ডল।

অবস্থান কর্মসূচি

ম মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল, পথসভা ও অবস্থান কর্মসূচি সমাবেশ করেছেন জাতীয়তা বাদি দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে বনগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। সমাবেশে উপজেলা বিএনপি নেতা বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মোলস্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর রহমান আলম।

পথসভা

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে গণহত্যা ও গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি ও পথসভা করেছে বাঁশখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। বৃহস্পতিবার উপজেলার কাথরিয়া বাজারে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ-জাহান চৌধুরী। যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মিজানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কাথরিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হক, বিএনপি নেতা সাদু রশিদ সিকদার, আজিজুর রহমান, ওসমান গনি চৌধুরী।

দোয়া মাহফিল

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদী মহিষাশুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার খিলগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিষাশুরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেন। নরসিংদী সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন আলীর সঞ্চালনা এসময় ছিলেন মাধবদী শহর যুবদলের আহ্বায়ক মো. সোলায়মান কমিশনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে