শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সারিয়াকান্দি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
সারিয়াকান্দি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন দীপনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাদিম মাহমুদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাদিম মাহমুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন দীপনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন দিপন বলেন, 'বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জীবননাশের সম্ভাবনা ছিল অনেক হুমকির স্বীকার হয়েছি। আমি যে ব্যবসায় করতে গিয়েছি সেটাই নষ্ট করে দিয়েছে।

তাছাড়া এ সময় আমাকে চারটি মামলা দেয় আওয়ামী সরকার একটি মামলায় খালাস পেলেও এখনো তিনটি মামলা আমার মাথার ওপর রয়েছে।

এত কিছুর মাঝেও আমি কর্নিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি এবং আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি।

এ সময় এসে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ থেকে আমাকে কেনও যে বহিষ্কার করা হলো এটাইতো আমার মাথায় আসে না। আপনাদের মাধ্যমে জেলা কমিটিকে বলছি এটার সঠিক যাচাই বাছাই করার জন্য।'

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জানান, 'দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র ভঙ্গ করার কারণে সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন দীপনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে