খুলনার কয়রায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল। জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় শিক্ষার্থাীরা গত ১২ আগস্ট কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডলকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শিক্ষকরা। তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অধ্যক্ষ পদত্যাগ না কয়ায় গত বৃহস্পতিবার বেলা ১১টায় শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজে অবস্থান নিয়ে এ প্রতিবাদ সমাবেশ করে। এ সময় অধ্যক্ষ কলেজে ছিলেন না। তার কক্ষে তালা ঝুলতে দেখা যায়। অধ্যক্ষকে কলেজে না পেয়ে শিক্ষার্থীরা কয়রা সদরে তার বাসভবন ঘেরাও করে রাখে। এক পর্যায়ে তিনি প্রশাসনের সহায়তায় কলেজে এসে পারিবারিক কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোশারাফ হোসেন রাতুল বলেন, কলেজের অধ্যক্ষ একজন দুর্নীতিবাজ, মুললিম বিদ্বেষী ও নারী লোভী। তার অত্যাচারে অতিষ্ঠ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।