সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পলস্নী বিদু্যতের ঘন ঘন লোডশেডিং জনজীবন বিপর্যয়ে। গ্রাহকরা বিদু্যৎ বিভ্রাটে অতিষ্ঠ, চরম ভোগান্তির শিকার ব্যবসা প্রতিষ্ঠানসহ বৈদু্যতিক মিল-কারখানা।
২৪ ঘণ্টার মধ্যে ৮ ঘণ্টা বিদু্যৎ সার্ভিস থাকার কারণে জনজীবন রয়েছে বিপর্যয়ে, দেখার কেউ নেই বিদু্যৎ সংকট সমাধানের। কর্তৃপক্ষের অবহেলার কারণে এসব হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
শরৎকালের ভ্যাপসা গরম ও ভাদ্র মাসের কড়া রোদের অতিরিক্ত তাপমাত্রায় চরম অশান্তিতে ভোগছে এলাকার মানুষ পরিবার-পরিজন নিয়ে।
এলাকাবাসী অভিযোগ করে জানান, 'আমাদের এলাকার গ্রাহকদের বিদু্যতের বিল পরিশোধ করতে কোনো গাফিলতি নেই। অথচ পলস্নী বিদু্যৎ নিয়মিত সেবা দিতে অপারগ হচ্ছে। এই ভোগান্তির শেষ কোথায় আমরা জানতে চাই।'
গ্রাহকরা আরও জানান, 'প্রচন্ড গরমে অত্যন্ত কষ্টে আছি পরিবারের সদস্যদের নিয়ে। পলস্নী বিদু্যতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলার কারণে ঘন ঘন লোডশেডিংয়ের মাত্রা বেড়েই চলেছে। আমরা এই ভোগান্তির দ্রম্নত সমাধান চাই।'
ঈলস্নী বিদু্যৎ কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, নেত্রকোনা পলস্নী বিদু্যৎ সমিতি কর্তৃক থেকে লোডশেডিং নিয়ন্ত্রণ করা হয়। এ বিষয়ে তথ্য জানতে চাইলে, নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা জানান, বিদু্যৎ সংকটের সমস্যা সমাধানের লক্ষ্যে গত ২০২১ সালের ৪ সেপ্টেম্বর নেত্রকোনার ১০টি উপজেলা ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর, ধর্মপাশা ২টি উপজেলার পক্ষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন।
আরও জানা যায়, নেত্রকোনা পলস্নী বিদু্যৎ সমিতির পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিসিজিবি) হতে নেত্রকোনা গ্রিড থেকে সরবরাহ পেয়ে থাকে নেত্রকোনা পলস্নী বিদু্যৎ সমিতি। ময়মনসিংহ জোনে বিদু্যৎ উৎপাদন ব্যাপক হ্রাস পাওয়ায় লো ভোল্টেজজনিত কারণে চাহিদা অনুযায়ী বিদু্যৎ সরবরাহ করা যাচ্ছে না।