শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ইবির হল থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

ইবি প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
ইবির হল থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচটি আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র, রামদা ও মাদকসহ নানা ক্ষতিকর বস্তু উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল ৪টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে তলস্নাশি চালিয়ে এসব উদ্ধার করেন তারা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সাদ্দাম হোসেন হল, শেখ রাসেল হল ও লালন শাহ হলে তলস্নাশি করেন শিক্ষার্থীরা। এ সময় ১টা দেশীয় অস্ত্র, ৬টি বুলেট, ১০টি রামদা, ৮টি চাপাতি, ২টি হ্যান্ডস্টিক, ৬টি জিআই পাইপ, ৪৯টি রড, পটকা বোমা ৩ প্যাকেট, ৫০০ গ্রাম ককটেল বারুদ, ১১ প্যাকেট কনডম, ২০০ গ্রাম পেট্রোল, ১৯ বোতল মদ, ৯টি ইয়াবা স্টিক ও ৫টা গাজার বাঁশি পাওয়া যায়। পরে এগুলো একত্রিত করে সেনাবাহিনী ও পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, 'তথ্যের ভিত্তিতে বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাদের রুমে তলস্নাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এখনো অনেক কক্ষে যাওয়া হয়নি, আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে আগামীতে আরও তলস্নাশি চালাব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে