কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

প্রকাশ | ১৭ আগস্ট ২০২৪, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে আতহার নূর কাইফ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তিনি এবার কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজ আতহার নূর কাইফ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। টু্যরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীর সূত্রে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মনজুর মোরশেদ জানান, শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও খালাতো ভাইয়ের বন্ধুর সঙ্গে সাগরে গোসল করতে শহরের কলাতলী পয়েন্টে নামেন। গোসল করার একসময় হঠাৎ সাগরের বড় ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যান। এ সময় পার্শ্ববর্তীদের আত্মচিৎকারে নিকটে দায়িত্বে থাকা লাইফগার্ড কর্মীরা দ্রম্নত এগিয়ে এসে সমুদ্রে উদ্ধার তৎপরতা চালালেও তার সন্ধান পায়নি। স্থানীয়রা জানান, এই বর্ষায় বৈরী আবহাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। ৩নং সংকেত থাকায় সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙানো হলেও নির্দেশনা না মেনে অনেকে সমুদ্রে গোসল করছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।