শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ইন্দুরকানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
ইন্দুরকানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ও সাংবাদিক শফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করায় ছাত্রলীগ নেতা সন্ত্রাসী ইশাজের কঠোর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গত বৃহস্পতিবার জিয়ানগর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রনেতা সহিদুল ইসলাম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্রনেতা আব্দুলস্না ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব, এ সময় আহত শফিকুলের পিতা শহিদ শিকদার উপস্থিত হয়ে সন্ত্রাসীদের আটক করে দ্রম্নত বিচার দাবি করেন। এ ছাড়া আরও ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

উলেস্নখ্য গত ১৪ আগস্ট রাতে উপজেলার ঘোষের হাট বাজারে স্থানীয় ছাত্রলীগ নেতা সন্ত্রাসী ইশাজ, ছাত্রনেতা শফিককে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়।

পরে লোকজন শফিকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হায়দার আলী জানান শফিকের শরীরে ৪০টির অধিক সেলাই করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত আছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। ঘটনার খবর পেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীসহ স্থানীয় নেতারা হাসপাতালে ছুটে আসেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে