শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

'৫০ বছরেও শেখ হাসিনা দেশে আসতে পারবে না'

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল -যাযাদি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, 'বিগত ১৭ বছরে ভোট ডাকাতি করে আওয়ামী লীগ দেশে লুটপাট করেছে। বিএনপি নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। শত শত নেতাকর্মীর লাশ গুম করেছে।

ছাত্র-জনতার আন্দোলনে তারা নির্বিচারে গুলি চালিয়েছে। যার জবাব ছাত্র জনতা ৫ আগস্ট দিয়েছে। পদত্যাগ করে চোরের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঘটনার দু'দিন আগেও দাম্বিকতার সুরে বলে ছিল শেখ হাসিনা পালায় না। কোথায় গেল শেখ হাসিনার অহংকার দাম্বিকতা। ৫০ বছরেও হাসিনা দেশে আসতে পারবে না।'

বৃহস্পতিবার হাটহাজারী বাসস্ট্যান্ডে বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, 'তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল শেখ হাসিনা। দেশনায়ক তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে সে জন্য মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছিল। এবার তাদের সব অপকর্মের জবাব দিতে হবে।'

পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে