চট্টগ্রামের বাঁশখালীতে বায়তুশ শরফ কমপেস্নক্সের পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সভাপতি মুহাম্মদ আমান উলস্নাহ সিকদার ও সেক্রেটারি মুহাম্মদ শাহাব উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।
বৃহস্পতিবার বাঁশখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মসজিদ পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মাস্টার আক্কাস রহমান। এ সময় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে তারা জানান, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাঁশখালী বায়তুশ শরফ কমপেস্নক্স পরিচালিত মসজিদ, মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার কমিটির দায়িত্বে থাকা পলাতক সভাপতি ও সেক্রেটারি বিগত ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানগুলো একাধারে তাদের প্রভাব বিস্তারের মাধ্যমে পরিচালনা করে আসছে। তারা প্রতিষ্ঠানের নামে কালেকশন করা চাঁদা ও দেশ-বিদেশ থেকে পাঠানো লাখ লাখ টাকা উক্ত কমিটির ফান্ডে জমা হলেও কোনোরকম হিসাব না দিয়ে লুটপাট করেছে।
বিগত সরকারের আমলে থেকে ক্ষমতার অপব্যবহার করে এসব দুর্নীতিবাজ, লেবাসধারী ব্যক্তিরা মসজিদ-মাদ্রাসাসহ এতিমের হক লুণ্ঠন করে আসছে।