৪ দফা দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

ইবি প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও ছাত্রসমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় পূর্বঘোষিত 'রেজিস্ট্যান্স উইক'-এর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা ৪ দফা দাবি উত্থাপন করেন। ইবি'র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এসএম সুইট বলেন, '১৫ আগস্টকে ঘিরে বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কুচক্রী মহল অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। যারা এমন হীন পরিকল্পনা করছে তাদের কালো হাত ভেঙ্গে দেব, তাদেরকে প্রতিহত করতে সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত আছে।'