শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

চাকরিতে পুনর্বহালের দাবি আনসারদের

যাযাদি রিপোর্ট
  ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক চাকরিতে পুনর্বহালের দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন আনসার সদস্যরা -ফোকাস বাংলা

সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক আনসারদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন চাকরিচু্যত আনসার সদস্যরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৯৯৪ সালের চাকরিচু্যত ব্যাটালিয়ন আনসার সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে আনসার বিদ্রোহের কারণে আনসার সদস্যরা দোষী সাব্যস্ত না হলে নির্দোষ চাকরি হারানো রিট আবেদনকারীদের ব্যাটালিয়ন আনসারে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে এক রায়ে অবজারবেশন দিয়েছেন আপিল বিভাগ। রায়টি প্রকাশ হয়েছে ২০২২ সালের ২ ফেব্রম্নয়ারি।

তারা বলেন, ১৯৯৪ সালে সংঘটিত আনসার বিদ্রোহের পর চাকরি হারানো দুই হাজারের বেশিসংখ্যক আনসার সদস্যের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে, তাদের পুনর্বহাল করতে হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণই দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

আইনজীবীদের দেওয়া তথ্য মতে, আনসারদের বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ১৯৯৪ সালে অসন্তোষ সৃষ্টি হয়। পরে তা বিদ্রোহে রূপ ধারণ করে। এ ঘটনায় ২ হাজার ৪৯৬ জন আনসারকে গ্রেপ্তার করা হয়। বিদ্রোহের ঘটনায় মামলার পর বিভিন্ন সময় তারা খালাস পান। এর মধ্যে কিছুসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে চাকরিতে পুনর্বহাল করা হয়। এতে ২ হাজার ৪৯৬ জন আনসার সদস্যকে চাকরিচু্যত করা হয়। চাকরি হারানো প্রায় ২ হাজার সদস্যের করা পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ ও ২০১৮ সালে হাইকোর্টও শর্তসাপেক্ষে তাদের পুনর্বহালের নির্দেশনা দিয়ে রায় দেন। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আনসার-ভিডিপির মহাপরিচালক ও রাষ্ট্রপক্ষের করা পৃথক আপিল ও লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে ২০২২ সালের ২ আগস্ট রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ। আপিল বিভাগের অপর দুই সদস্য হলেন- বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম। রায়টি লিখেছেন বিচারপতি ওবায়দুল হাসান।

ওই রায়ের আলোকে আমাদের অসহনীয় অমানবিক জীবন থেকে মুক্তি ও অসহায় সন্তানদের নিয়ে সামাজিকভাবে বেঁচে থাকার অধিকার পেতে চাকরিতে পুনর্বহালের জন্য বর্তমানে চলমান সরকারের আশু হস্তক্ষেপ করেন তারা।

তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে আমরাও অংশীদার হতে চাই। সে জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য বিনীত আহ্বান জানাই।

এ সময় মানববন্ধনে আব্দুর রব শিকদারসহ প্রায় অর্ধশতাধিক আনসার সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে