শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

আন্দোলনে সহিংসতা, মাথায় গুলিবিদ্ধ জবি শিক্ষার্থীর মৃতু্য

যাযাদি রিপোর্ট
  ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
আন্দোলনে সহিংসতা, মাথায় গুলিবিদ্ধ জবি শিক্ষার্থীর মৃতু্য

কোটা সংস্কার আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ (২৪) মারা গেছেন।

বুধবার বেলা সোয়া ২টার দিকে সাজিদের মৃতু্য হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. হুমায়ুন কবীর চৌধুরী। তার মৃতু্যতে শোক প্রকাশ করে কোষাধ্যক্ষ বলেন, 'সাজিদের অবস্থা খুবই খারাপ ছিল। ছেলেটা আর আমাদের মাঝে নেই।'

ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। সাজিদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলায়। শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট রাজধানীর মিরপুরে গুলিতে গুরুতর আহত হন সাজিদ। গুলিটি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোখের ঠিক পেছনে আটকে যায়।

আশঙ্কাজনক অবস্থায় সাজিদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচারও হয়েছিল।

এদিকে সাজিদের মৃতু্যর খবর পাওয়ার পরই দায়ীদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে