সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
প্রতিনিধি
চেক বিতরণ
\হবাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ও চাম্বল ইউনিয়নে বন্যহাতির আক্রমণে নিহত দুই পরিবারের মধ্যে ৬ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়। এ সময় ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, জলদীর বিট কর্মকর্তা উহ্লামং চৌধুরী।
আইনশৃঙ্খলা সভা
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
দেশের চলমান সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহাদী হাসান সানিসহ সব দপ্তরের কর্মকর্তারা।
শোক সভা
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায় সাধারণ শিক্ষার্থীদের ডাকা দেশজুড়ে সাম্প্র্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এ সময় ছিলেন ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, উপাধ্যক্ষ দীনেশচন্দ্র সরকার, সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নু, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, জহিরুল ইসলামসহ শতাধিক শিক্ষার্থীরা।
সভা অনুষ্ঠিত
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
জেলার দীঘিনালা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী পুরোহিত, বৌদ্ধ ধর্মালম্বী বৌদ্ধভিক্ষু, মন্দির ও প্যাগোডা পরিচালনা কমিটির নেতা, স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সম্প্র্রীতির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সেমিনার কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা। সভায় আরও বক্তব্য রাখেন বোয়ালখালী শ্রী শ্রী নারায়ণ মন্দিরের সভাপতি মৃদুল সেন, দীঘিনালা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে চন্দ্র কীর্তি মহাথেরো, অফিসার ইনচার্জ মো. নুরুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম।
মতবিনিময় সভা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ ইমাম হাসান আবুচাঁনের আহ্বানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পৌর শহরের উকিলপাড়া এলাকার এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা বিদু্যৎ সরকারের সঞ্চালনায় কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি রনজিত সেন'র সভাপতিত্বে মূল আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ ইমাম হাসান আবুচাঁন, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. মানেশ চন্দ্র সাহা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল।
মিলাদ মাহফিল
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা করে নওগাঁর পোরশার সোমনগরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সোমনগর উচ্চ বিদ্যালয় মাঠে ঘাটনগর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সোমনগর মাদরাসার পরিচালক মাও. আব্দুল হক। এ সময় ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক শফিউদ্দিন মন্ডল, সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহ্, নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান ভিপি আমিনুল ইসলাম।
ফুলেল শুভেচ্ছা
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ছাত্র-জনতার অভু্যত্থানে ময়মনসিংহের গফরগাঁওয়ে কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আবারও কর্মস্থলে যোগদান করতে শুরু করেছে। যোগদান করা পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গফরগাঁও উপজেলা নেতারা। মঙ্গলবার রাতে গফরগাঁও থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ শাহীনুজ্জামান খান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম, গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল।
ডিগ্রি অর্জন
ম গাজীপুর প্রতিনিধি
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও মাদ্রাসা অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহনেওয়াজ দিলরুবা খান তার নামের আগে ডক্টর (ড.) লেখার অনুমতি পেলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপিটি অনুবিভাগ, প্রশিক্ষণ-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান কর্তৃক ১৩ আগস্ট স্বাক্ষরিত তার কাছে প্রেরিত এক চিঠিতে তাকে অভিনন্দন ও নামের আগে ড. লেখার অনুমতি প্রদান করা হয়েছে। ড. শাহনেওয়াজ দিলরুবা খান জানান, তিনি 'ইনফ্লুয়েন্স অফ মানি অ্যান্ড পাওয়ার : এ কেস স্টাডি অন রেপ ভিক্টিমস' শিরোনামে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
জনসচেতনতামূলক সভা
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় ১৬ বিজিবি'র নিতপুর ক্যাম্পের আয়োজনে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর পুরাতন বাজারে জেসিও-৮৮৩৩ সুবেদার মুনসেদ আলীর নেতৃত্বে ছিলেন স্থানীয় ইউপির ওয়ার্ড সদস্য, গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক জনগণ। সভায় সীমান্ত হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানি ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা এবং সতর্ক করা হয়।
সভা অনুষ্ঠিত
ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে আসন্ন জন্মাষ্টমী পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, চা-বাগান শ্রমিক নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার। প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬ বীর পিএসসি অফিসার কমান্ডিং মেজর মো. শাহিন আলম। এসিল্যান্ড মাহবুব আলম মাহবুব'র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন সামিউল হাসান, থানার অফিসার ইনচার্জ ওসি হিলেস্নাল রায়।
গণসংবর্ধনা
ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম মুহতাসিম বিলস্নাহ (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা)-কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জামাতিয়া হাফিজিয়া মাঠে সাঁথিয়া পৌর জামায়াতের উদ্যোগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ এ সংবর্ধনা দেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর, জামায়াত নেতা মোস্তফা কামাল মানিক,আবু হানিফ নজরুল ইসলাম। সাঁথিয়া পৌর জামায়াতের আমীর আব্দুল গফুরসহ জামায়াতের নেতারা।
মতবিনিময় সভা
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মান্দা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় ও উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরীর (বাবুল) সভাপতিত্বে আয়োজিত প্রতিটি সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মান্দা থানার (ওসি) মোজাম্মেল হক কাজী, কসব ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু।
সভা অনুষ্ঠিত
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
\হআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ও চিৎমরম ইউনিয়ন এবং রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম। বুধবার সকালে থানাতে এ সময় ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, চিৎমরম মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাধারণ সম্পাদক ডা. রতন বিশ্বাস, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপস্নব সেন লাতু।
চিত্রলিপি অঙ্গন
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও সড়কের পাশের দেওয়ালে দেওয়ালে চিত্রকর্মের মাধ্যমে একটি অসাম্প্র্রদায়িক, দুর্নীতিমুক্ত, নির্যাতন-নিপীড়ন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। বিবর্ণ অতীত মুছে দেওয়ালে দেওয়ালে 'স্বপ্নলিপি' আঁকছেন তারা। গত কয়েক দিন থেকে পার্বতীপুরের স্বাধীন ছাত্রসমাজের আয়োজনে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ চিত্রকর্ম অঙ্কনে অংশ নেন। এইসব শিক্ষার্থীরা অনেক দেওয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্স্নোগান। সেই সঙ্গে বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন। অনেকেই এর ভূয়সী প্রশংসা করেছেন।
রোড মার্চ
ম ঝিনাইদহ প্রতিনিধি
৪ দফা দাবি আদায়ে ঝিনাইদহে 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পায়রা চত্বর থেকে রোড মার্চ কর্মসূচি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আবু হুরায়রা, শারমীন সুলতানাসহ অন্যরা বক্তব্য রাখেন।
জরুরি সভা
ম খুলনা অফিস
খুলনা আইনজীবী সমিতি মিলনায়নে সর্বস্তরের আইনজীবীদের উপস্থিতিতে মঙ্গলবার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুলস্নাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে এবং অন্তর্বর্তীকালীন সদস্য সচিব শেখ নুরুল হাসান রুবার পরিচালনায় সমিতির বিভিন্ন খাতে কোটি কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে এ সভা আহ্বান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি, অ্যাডভোকেট আব্দুল আজিজ, অ্যাডভোকেট আ ফ ম মহসীন, অ্যাডভোকেট মাসুদ রশিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু।
বিশেষ সভা
ম ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনির হোসেন। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, অফিসার ইনচার্জ মো. সোলায়মান, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রিয়াজ মাহমুদ মিঠু, জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাই হাওলাদার।
বৃক্ষরোপণ
ম মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে গত বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বৃক্ষরোপণ করেছেন মির্জাগঞ্জবাসী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. আবুসালে নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এসময় ছিলেন, প্রধান শিক্ষক আবদুল জলিল, সহকারী শিক্ষক মো. আবদুল হালিম, মাওলানা মো. মোশারেফ হোসেন, সমাজসেবক বশিরুল ইসলাম বাবলু, ছাত্র মো. আবির হোসেন, মো. তাওহিদ, মো. নাঈম প্রমুখ।
প্রতিবাদ সভা
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
সারাদেশে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার, নির্যাতন, বসতবাড়িতে অগ্নিসংযোগ, মন্দির ও গীর্জায় হামলা, ভাঙচুর, ভূমি দখল, ধর্ষণ বন্ধ করাসহ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে নওগাঁর নিয়ামতপুরের্ যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সদরের্ যালি ও প্রতিবাদ সভা আয়োজন করে ছাত্র, যুব, নারী ও সংখ্যালঘু সাধারণ জনগণ। জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি স্বপন পাহানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা। এ সময় আরও বক্তব্য রাখেন উজ্জ্বল মাহাতো, আইচন পাহান, মধু সরদার।
মতবিনিময় সভা
ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সব ধর্মীয় সংগঠন এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা, হেফাজতে ইসলামের নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. শেফাঊল হক, কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া।
প্রস্তুতিমূলক সভা
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় নাশকতা প্রতিরোধ ও সংখ্যালঘু নিরাপত্তার নিমিত্তে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুনের সভাপতিত্বে সভায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. বাকী বিলস্নাহ, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেয়ামতুলস্নাহ ফরিদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর শাখার আমির সারোয়ার হোসাইন।