শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বাঁশখালীতে 'সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি' গঠন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
বাঁশখালীতে 'সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি' গঠন

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষ, সুশীলসমাজ ও ছাত্রদের নিয়ে 'সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি' গঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাঁশখালী পৌরসভার একটি মসজিদে সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরীকে প্রধান সমন্বয়ক ও অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট সাকেরুল ইসলাম সাকিব, সাংবাদিক আনোয়ারুল আজীম সাঈফী, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ, মাস্টার লোকমান, কলিম উলস্নাহ মিসবাহকে সমন্বয়ক করে ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠিত হয়।

এ সময় সমন্বয়কারীরা বলেন, 'বাংলাদেশ আমাদের সবার। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি-ধর্ম-বর্ণের সবার অধিকার ও মর্যাদা সমান। বাংলাদেশের সব নাগরিক এ দেশে এখন স্বাধীনভাবে বসবাস করবে।'

বর্তমানে একদল কুচক্রী মহল বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের এই ধ্বংসাত্মক কর্মকান্ড রুখে দিতে বাঁশখালীর ছাত্র-জনতার সমন্বয়ে ১০১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয়েছে।

এখন একে অপরের জীবন, রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় উপাসনালয় রক্ষা আমাদের পবিত্র কর্তব্য। আমরা ঐক্যবদ্ধভাবে সব অপশক্তির মোকাবিলা করব, ইনশাআলস্নাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে