জন্ম-মৃতু্য সনদ সংশোধনে অতিরিক্ত টাকা নিলেই আইনানুগ ব্যবস্থা
প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে ১৮টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার বেশিরভাগ পরিষদে জন্ম-মৃতু্য সংশোধনের নির্ধারিত ফি এর তুলনায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এবার এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে উপজেলা প্রশাসন। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী।
বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়, ফটিকছড়ি উপজেলার জন্ম ও মৃতু্য নিবন্ধন কার্যক্রম ও সংশোধন গতিশীল এবং স্বচ্ছ করার লক্ষ্যে সরকার নির্ধারিত ফি ব্যতীত অন্য কোনো অর্থ আদায় না করার জন্য অনুরোধ করা গেল। অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এমন অভিযোগ প্রমাণিত হলে, যথাযথ কর্তৃপক্ষ বরাবরে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।