শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মনোহরগঞ্জে উপজেলা প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
  ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
মনোহরগঞ্জে উপজেলা প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়

কুমিলস্নার মনোহরগঞ্জে উপজেলা প্রশাসনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইন-শৃঙ্খলা, শিক্ষা, হাট-বাজার মনিটরিং, পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি কিছু অসঙ্গতি নিয়ে আলোচনা হয়।

এ সময় শিক্ষার্থীরা বাল্যবিবাহ, কিশোর গ্যাং, রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সিটিজেন চার্টার, ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সেবা প্রদানে নানা দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফজালুর রহমান, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোমিনুর রহমান, কৃষি কর্মকর্তা মো. মিলন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফেরদৌস আলম মজুমদার, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ঢাবি শিক্ষার্থী মো. আরিফুর রহমান, হারুনুর রশিদ, আরিফুল ইসলাম, গোপালগঞ্জ শেখ মজিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেলোয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে