ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের পাশে জাহাঙ্গীর আলম

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও শিক্ষা অগ্রযাত্রাকে অগ্রগামী করার জন্য শিক্ষা উপকরণ (খাতা, কলম) নিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলার বিসমিলস্নাহ নার্সারির মালিক জাহাঙ্গীর আলম। তিনি ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর গ্রামের বাসিন্দা। গত কয়েকদিনে তিনি ঘোড়াঘাট পৌরসভার কাজীরবন, নুরজাহানপুর গুচ্ছগ্রাম ও মাহাতীপাড়ায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়া আদিবাসী শিক্ষার্থীদের মাঝে নিজ নার্সারি থেকে উৎপাদিত ২ শতাধিক ফলদগাছের চারা বিতরণ করেন। জাহাঙ্গীর আলম জানান, 'চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম থাকায় পড়াশোনায় তাদের উৎসাহিত করার জন্য এবং ঝরেপড়া রোধকল্পে আমি এসব শিক্ষা উপকরণ ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করে আসছি। আমার এই কার্যক্রম শুধু ঘোড়াঘাট উপজেলা নয়, পার্শ্ববর্তী উপজেলাগুলোতেও অব্যাহত রাখব।'