ডিমলায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচারণা

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
দেশের চলমান বর্তমান অবস্থায় দুর্বৃত্তরা সারাদেশের বিভিন্ন এলাকায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে চলছে। তার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ ও মাইক দিয়ে প্রচারের মাধ্যমে সাধারণ জনতাকে সর্বদা সচেতন করা হয়েছে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ও বিশেষ করে সংখ্যালঘু পরিবারগুলোর ওপর যেন কোনো প্রকার নিপীড়ন নির্যাতন কেউ চালাতে না পারে এবং ধ্বংসাত্মক কর্মকাকান্ড শক্ত হাতে দমন করতে ডেির। এছাড়াও ডিমলা উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠন ও জামায়াতে ইসলামী বাংলাদেশসহ সকল অঙ্গসংগঠন উপজেলা সদরের সকল দাপ্তরিক প্রধান, গ্রামগঞ্জে ও সংখ্যালঘুদের সঙ্গে তাদের সার্বিক নিরাপত্তা বিষয়ে দফায় দফায় দিনরাত আলোচনা করে তাদের অভয় দিচ্ছেন। এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাত জেগে পাহারা দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা। তাদের আশ্বাসে ডিমলায় প্রতিটি মানুষের মাঝে আস্থার সঞ্চার ঘটেছে। এবং সাধারণ মানুষ ব্যবসায়ীসহ সর্বস্তরের জনতা তাদের নিজ কর্মে ফিরে আসতে দেখা গেছে। বর্তমানে ডিমলা উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।