শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

প্রশংসায় ভাসছেন গুয়ারেখা ইউপি চেয়ারম্যান মিজান

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
প্রশংসায় ভাসছেন গুয়ারেখা ইউপি চেয়ারম্যান মিজান

মানবিক ও দক্ষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আগে থেকেই পরিচিতি পেয়েছেন নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গাজী মিজানুর রহমান মিজান।

সম্প্রতি দেশব্যাপী কোটাবিরোধী আন্দোলন ও বৈষম্যবিরোধী আন্দোলনে তার দূরদর্শিতায় কোনো প্রকার সহিংসতা ছাড়াই রক্ষা পেল ইউনিয়নের হাজারো পরিবার। তাই দলমত নির্বিশেষে সব মহলের প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত দিনে নানা সমস্যা ও অনিয়মসহ দুর্নীতিতে জর্জরিত ছিল এই ইউনিয়ন পরিষদ। এক সময় পুরো ইউনিয়নজুড়ে ছিল অগোছালো এবং জনসাধারণের দুর্ভোগের শেষ ছিল না।

রাস্তাঘাট ছিল খানাখন্দে ভরা এবং পুল-কালভার্ট ছিল ভাঙাচোরা, যা দিয়ে চলাচলে জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু সেই চিত্র এখন আর চোখে পড়ে না। গ্রামীণ জনপদে উন্নত সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। খুব অল্পসময়ের মধ্যে অনেকগুলো দৃশ্যমান উন্নয়ন করে ইউনিয়নবাসীর প্রশংসায় ভাসছেন এই সফল চেয়ারম্যান।

একাধিক ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার জানান, গাজী মিজানুর রহমান মিজান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদসহ জনসাধারণের যে উন্নয়ন হয়েছে তা এর আগে হয়নি। এমনকি কোনো চেয়ারম্যান জনগণের জীবন মানোন্নয়নের কথা ভাবেননি। অতীত যারা এসেছেন তারা শুধু নিজের আখের গুছিয়েছেন। শুধু তাই নয়, অতীতের চেয়ারম্যানরা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও মেম্বারদের বেতন-ভাতা পর্যন্ত ঠিকমতো দিতেন না। আর এখন তিনি জয়ী হওয়ার পর থেকে ইউনিয়নবাসীর উন্নয়ন তো আছে, সেই সঙ্গে কারো বেতন-ভাতা বকেয়া রাখেন না এ চেয়ারম্যান।

চেয়ারম্যান গাজী মিজানুর রহমান মিজান বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পরবর্তীতে দেশে যখন পরিস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তখন আমাদের ইউনিয়নে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। এই ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের লোক সংখ্যা বেশি। কোনো হিন্দুদের বাড়ি আক্রমণের ঘটনা ঘটেনি। হিন্দুদের উপাসনালয় হতে শুরু করে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। তাই সবাইকে গুজবে কান না দিয়ে নিশ্চিন্ত থাকার পরামর্শ দিচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে