শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিএনপির নাম বিক্রি করে নৈরাজ্য সৃষ্টি করলেই ব্যবস্থা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
বিএনপির নাম বিক্রি করে নৈরাজ্য সৃষ্টি করলেই ব্যবস্থা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) নাম ব্যবহার করে কোনো ব্যক্তি সহিংসতা, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও পুলিশের কার্যক্রমে সহযোগিতাসহ সব ধরনের অরাজকতা সৃষ্টিকারীদের হাতেনাতে ধরতে পারলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়ে মাইকিং করেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপি।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহলস্নায় সিএনজিচালিত অটোরিক্সাযোগে উপরোক্ত বার্তাগুলো পাঠ করে সর্তকতামূলক মাইকিং করতে শোনা যায়।

উপজেলা বিএনপির একাধিক সূত্র জানায়, সম্প্রতি সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী পরিচয় দিয়ে কিছু আগন্তুক অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের অনেকে ব্যক্তিস্বার্থ হাসিল করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া অনেক অনুপ্রবেশকারী বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে বিএনপির নাম বিক্রি করছে। এসব অনুপ্রবেশকারী ও সহিংসতা সৃষ্টিকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে