নীলফামারীতে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
অপহরণ ও ধর্ষণের অভিযোগে নীলফামারীতে এক বৃদ্ধের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের-১ এর বিচারক গোলাম সারোয়ার। দন্ডপ্রাপ্ত জাবেদ আলী (৬০) দিনাজপুরের কোতোয়ালি ঘাসিপাড়া গ্রামের মৃত শুকুর আলী ছেলে। তিনি পেশায় একজন ফেরিওয়ালা। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের এক শিশু কন্যাকে (১২) অপহরণ ও ধর্ষণের অভিযোগের ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম তদন্ত করে আসামির বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালে বদলি হলে ৫৪ কার্য দিবসে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ কৌঁশলি বাবু রমেন্দ্রনাথ বর্ধন (বাপ্পি) ১২ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করেন। আসামি বর্তমানে জেল হাজতে রয়েছেন।