বিরলে প্রায় ৩০ একর বনভূমি পুনরায় উদ্ধার ও বনায়ন
প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে জবরদখলকারীদের কাছ থেকে ধর্মপুর বনবীটের ২৮.৭৫ একর বনভূমি পুনরায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সেই বনভূমিতে বনায়ন সৃজন করেছে সামাজিক বনবিভাগ দিনাজপুর। বুধবার ওই বনভূমি উদ্ধার করে গাছের চারা রোপণ করা হয়। এর আগে গত ৬ আগস্ট মঙ্গলবার মধ্য রাতে ওই জনভূমিটি দখল করা হয়েছিল।
জানা যায়, উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর বনবীটের বাঁমনর্গাও মৌজার ৫৬৪ নং দাগের বিশাল এই বনভূমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় বনদসু্যরা জবরদখল করে আসার পর গত ২৪ জুন বনভূমিতে প্রথমবার উপকারভোগীদের সঙ্গে নিয়ে গাছের চারা নতুন করে রোপণের মধ্য দিয়ে বনায়ন সৃজন করা হয়। গত ৬ আগস্ট গভীর রাতে জবরদখলকারীরা রোপণকৃত গাছগুলো উপড়ে ফেলে জমিটিতে চাষাবাদ শুরু করে। পরের দিন ৭ আগস্ট বুধবার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপকারভোগীরা এবং বিট অফিসার চাষাবাদ করতে নিষেধ করেন। ১৪ আগস্ট পুনরায় বৃক্ষ চারা নতুন করে রোপণের মধ্য দিয়ে বনায়ন সৃজন কার্যক্রমের উদ্বোধন করেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারী বনসংরক্ষক নুরুন নাহার (সাথী)। সঙ্গে ছিলেন এসিল্যান্ড ইসতিয়াক আহমেদ, রেঞ্জ কর্মকর্তা মো. মান্নান হোসেন, ধর্মপুর বনবিটের বিট অফিসার মহসিন আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, বিরল প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।