চকরিয়ায় সরকারি বনভূমি দখলের অপচেষ্টায় দুর্বৃত্তরা

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চকরিয়ার বরইতলী বনবিটের সরকারি বনভূমি দখলের অপচেষ্টা চালাচ্ছে একদল দুর্বৃত্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরদিন থেকে তিন দফায় এ অপচেষ্টা চালিয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে। বনবিভাগের লোকজন ও ভিলেজার এ অপচেষ্টা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের অধীন চকরিয়ার বরইতলী বনবিটের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লাগোয়া বেশকিছু বেত বাগান রয়েছে। এই বেত বাগান বনবিভাগের নিজস্ব অর্থায়নে সৃজন করা হয়। বরইতলী বনবিট কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন থেকে বরইতলী এলাকার কিছু দুর্বৃত্ত দফায় দফায় এই বনবিভাগের বেতবাগান পরিষ্কার করতে আসে। পরে বনবিভাগের লোকজন ও ভিলেজারসহ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।