ইসলামপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে বীর শহীদদের স্মরণ

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে শিক্ষার্থীরা -যাযাদি
জামালপুরের ইসলামপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সহিংসতায় প্রাণ হারানো বীর শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে তাদের হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। বুধবার রাত ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শিক্ষার্থীরা। এছাড়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ইসলামপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মেহেদি হাসান সানির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়ক জিহাদি হাসান নাবিল খান, শরীফ সরকার, হৃদয় খান লোহানী, ইরাম সরকারসহ আরও অনেকে। এর আগে সারাদিন শিক্ষার্থীরা শহরের সড়কগুলোয় বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণসহ শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা করেন।