সিরাজগঞ্জে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

বেরোবিতে ৩ মাদক সেবনকারিকে আটক পরে মুক্তি

প্রকাশ | ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সিরাজগঞ্জে মাদকসহ ৩ কারবারিকে গ্রেপ্তার করেছের্ যাব। এদিকে, বেরোবিতে গাঁজা সেবন অবস্থায় তিনজনকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। পরে তাদের কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের ২৮১ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেনর্ যাব ১২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। বুধবার গণমাধ্যমে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে র?্যাব ১২'র অপস অফিসার সহকারী পুলিশ সুপার ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র?্যাব ১২'র সদস্যরা গত মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলের বাগীচাপাড়া গ্রামের একটি সড়কে অভিযান চালান। অভিযানে ২৮১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে তারা গ্রেপ্তার করেন। একই সঙ্গে মাদকবহনকারী ভুট্টা বোঝাই একটি ট্রাক, চারটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর বত্রিশ হাজারী গ্রামের কসর আলীর ছেলে মফিজুল ইসলাম (৩০), মৃত-জহির আলীর ছেলে রবিউল ইসলাম (২৪) ও সুতিধার গ্রামের-মৃত-আমিনুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৯)। আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে উদ্ধার আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে। বেরোবি প্রতিনিধি জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গাঁজা সেবন অবস্থায় তিন শিক্ষার্থী আটকের ঘটনা ঘটেছে। পরে তাদের কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই তিনজন হলেন- বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ সেশন ও দৈনিক দেশচিত্র পোর্টালের ক্যাম্পাস প্রতিনিধি ইবতেশাম রহমান সায়নাভ, মনিরুল ইসলাম ও একই বিভাগের ২০২২-২৩ সেশন ও ইউঘ৭১ অনলাইন পোর্টালের ক্যাম্পাস প্রতিনিধি মো. রাতুল। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করে সাধারণ শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা লাইব্রেরির আউটডোরে পড়ছিল। এ সময় তারা গাঁজার গন্ধ পেয়ে বাইরে এসে আটক তিনজনকে গাঁজাসেবনকারীদের দেখতে পায়। শিক্ষার্থীরা তাদের আটক করে। এরপর লাইব্রেরির জায়গায় গাঁজা না খাওয়ার শর্তে কান ধরে উঠবস করিয়ে তাদের ছেড়ে দেয়।