গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার বিভিন্ন স্থানে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
খুলনা অফিস জানায়, গণহত্যাকারীদের বিচারের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার দুপুরে কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা। বক্তৃতা করেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।
ময়মনসিংহ বু্যরো জানিয়েছে, ময়মনসিংহে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিদুল আমিন খসরু ও সদস্য সোহেল খানের নেতৃত্বে মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে, দুপুরে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে আয়োজিত অবস্থান কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা ও শিব্বির আহমেদ বুলু, সম্মিলিত পেশাজীবী পরিষদের জেলা সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী।
স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রায়সুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুমেন, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, আব্দুর রহমান আখন, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, পিযুষ কুমার হালদার, থানা বিএনপির সদস্য হেলালউদ্দিন, শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভির হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুলস্নাহ, যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন প্রমুখ।
স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, শেখ সহিদুলস্নাহ শহিদ, সরোয়ার হোসেন, সরদার কামরুজ্জামান চাঁন। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল নেতারা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এসএম আনোয়ার হোসেন রাজেশ, আহ্বায়ক আব্দুলস্নাহ আল কায়েস প্রমুখ।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আল-মামুন আলম, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক আল মামুন, জাতীয়তাবাদী যুবদল জেলা সভাপতি চৌধুরী মহিবুলস্নাহ আবু নুর, ছাত্রদলের জেলা সভাপতি মো. কায়েসসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় বেলা ১১টা থেকে শহরের মজমপুর গেটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর মাধবদীতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী। সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উলস্নাহ আমান। উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. জাকারিয়া, জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীন, মাধবদী শহর যুবদলের আহ্বায়ক সোলায়মান কমিশনার, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু, নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ওয়াসিম, পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের দৌলতপুরে শহরের কলেজ গেট এলাকায় দলীয় কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, যুগ্ম আহ্বায়ক রবিন আহম্মেদ সামান, সাইফুল ইসলাম, রবিজ্জল হোসেন প্রমুখ।
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, কর্মসূচিতে ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দিন শাহীন, তাহের সিদ্দিকী, মনছুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, শাহারিয়ার চৌধুরী, সামসুল আলম সিকদার, মিয়া মোহাম্মদ ফরিদ, সিরিজ দৌলা দুলাল, নুরুল হুদা, জসিম উদ্দিন নান্নু, আজিজ, আবু সালেহ, আবুল কালাম, আজম খান, জালাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মুনসুর, মোসরাফুল আনুয়ার মশু, ফয়েজ তারেক, সাইফুদ্দিন, দৌলত মিয়া প্রমুখ।
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, কাজিপুরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, নাসির উদ্দীন রতন, সহসভাপতি ওয়াহিদুজ্জামান মেনু, সাইদুল ইসলাম প্রমুখ।
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, আটঘরিয়ায় বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোয়ার হোসেন আলম নেতাকর্মীদের সংগঠিত করেন। এ সময় সঙ্গে ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আমজাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আনারুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, চাঁদভা ইউনিয়ন বিএনপির আহবায়ক হারুন বিশ্বাস, বিএনপি নেতা আরিফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান আখতার প্রমুখ।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে থানা বিএনপির আয়োজনে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. রেজাউল ইসলাম রেজু। বক্তব্য রাখেন আত্রাই থানা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, বিএনপি নেতা তছলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদার, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, ফারুখ বক্স, পারভেজ ইকবাল প্রমুখ।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান প্রমুখ। অন্যদিকে সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে পৃথক একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, মতিয়র রহমানসহ বিভিন্ন নেতারা।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, পেকুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজিবুল হক চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক বেলাল হায়দার, উজানটিয়া বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, শিলখালী বিএনপির সভাপতি আবদু রশিদ, রাববাকিয়া বিএনপির সভাপতি মাস্টার মো. ইউনুছ, মগনামা বিএনপির সভাপতি জাকের হোসেন প্রমুখ।
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জাসাসের সদস্যসচিব নাছির উদ্দীন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি আবদুল মন্নান তালুকদার প্রমুখ।
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সেনবাগে পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমুর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুলস্নাহ আল মামুন, জেলার সাবেক সহসভাপতি আবু ইউসুফ মজুমদার, জেলা বিএনপির উপদেষ্টা মিয়া মো. ইলিয়াছ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশে থানা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম, বিএনপি নেতা আব্দু করিম, আবু তাহের, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, মাহদি হাসান তমাল, আক্কাস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান প্রমুখ।
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে গৌরীপুর-হোমনা সড়কের কড়িকান্দি বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গণি ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিলস্না (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোলস্না, মো. আক্তারুজ্জামান, কাজী কবির হোসেন সেন্টু, রুবি ইসলাম, সদস্যসচিব মেহেদী হাসান সেলিম প্রমুখ।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগরের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিনের পরিচালনায় বক্তব্য দেন বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, ফরিদুর রহমান ফরিদ, আওলাদ হোসেন, সিরাজ মিয়া, বিএনপি নেতা আবদাল মিয়া মেম্বার, শাহিনুর রহমান শাহিন, গিয়াস উদ্দিন, আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মিয়া, বিএনপি নেতা ফরিদ গাজী প্রমুখ।
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, উপজেলার সহ-সভাপতি আফসারুল আলম পীর চন্দন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আব্দুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল রহমান কাঞ্চন, আলমগীর করির তালুকদার প্রমুখ।
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, কাশিয়ানীতে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম। উপজেলা সদরে মুক্তমঞ্চে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুলের সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা মোস্তফা কামাল বকুল লস্কার, হিরো মৃধা, হাসানুজ্জামান মিল্টন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমার রনি প্রমুখ।