কর্মিসম্মেলন
\হবাঁশখালী (চট্টগ্রাম)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদের স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামী। সোমবার বিকালে উপজেলার শীলকূপ ওসমান কমিউনিটি সেন্টারে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হোসাইন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের।
মতবিনিময় সভা
\হকাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটির কাপ্তাই বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটি এবং পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন কাপ্তাই থানার ওসি আবুল কালাম। মঙ্গলবার সকালে থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত, অর্থ সম্পাদক উত্তম মলিস্নক, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য।
মতবিনিময় সভা
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
সম্প্রীতি রক্ষায় বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সোমবার তারা উপজেলার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ আমাদের সবার, হিন্দু-মুসলিম ভাই ভাই, মিলে মিশে থাকতে চাই। বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম, পাগলা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম।
আলোচনা সভা
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য সম্প্রতি উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিরা এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. আব্দুল মতিন মন্ডল, মটগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেরুল ইসলাম, চকউলী ডিগ্রি কলেজের অধ্যাপক ইসমাইল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম হোসেন, গোটগাড়ি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জামাল হক, সহকারী প্রধান ফরিদ উদ্দিন, ইউপি সদস্য ইসমাইল হোসেন, শরিফ উদ্দিন, নেকবর প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
কোটাবিরোধী আন্দোলনের পথ ধরে গণ-অভু্যত্থান পরবর্তী চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নীলফামারী জেলার সৈয়দপুরের নেতাদের উদ্যোগে সোমবার সৈয়দপুর প্রেস ক্লাবে সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান বক্তা ছিলেন সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ বক্তা ছিলেন সৈয়দপুর শহর আমির মুহা. শরফুদ্দিন খান। সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আলাপন পত্রিকার সম্পাদক আমিনুল হক, প্রেস ক্লাবের সভাপতি আবু-বিন-আজাদ, সাধারণ সম্পাদক জিকরুল হক, সাংবাদিক সাকির হোসেন বাদল, এমআর আলম ঝন্টু।
জামায়াতের মতবিনিময়
ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অংশ হিসেবে কুমিলস্নার চৌদ্দগ্রামে প্রশাসন এবং থানা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা জামায়াত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং থানা প্রাঙ্গণে ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান, সেক্রেটারি মু. বেলাল হোসাইন। এ সময় প্রশাসনের পক্ষে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উলস্নাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো. জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
কর্মসূচি পালিত
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ, নাজিরপুর এপি মিলনায়তনে ক্রিশ্চিয়ান বাউন্স বেক কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এপি ম্যানেজার পরিতোষ রেমা। বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন, নান্দাইল এসিও-এর সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক, বালুচরা মিশন প্রধান ফাদার প্রিনসন মানখিন, প্রধান শিক্ষক, নলচাপরা উচ্চ বিদ্যালয়, কপোতি ঘাগ্রা, সহকারী প্রধান শিক্ষক, কলমাকান্দা সরকারি উচ্চ বিদ্যালয় পান্না সাহা, প্রোগ্রাম অফিসার মৌরশ্মী লীমা ঘাগ্রা, টুকি চাম্বুগং ও সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু।
মন্দির পরিদর্শন
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। সোমবার নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল এসব মন্দির পরিদর্শন করে। এ সময় সঙ্গে ছিলেন আত্রাই থানা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান সরদার, তছলিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী বাবু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, আশরাফুল ইসলাম লিটন, কৃষকদলের আসাদুজ্জামান বুলেট।
মতবিনিময় সভা
ম কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের (ভিপি রফিক) সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু প্রমুখ।
কমিটি গঠন
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি সোমবার গঠন করা হয়েছে। সাবেক সভাপতি জলিল আকন্দের সভাপতিত্বে স্বাধীনতা কমপেস্নক্সস্থ সম্মিলিত সাংস্কৃতিক জোট কার্যালয়ে জলিল আকন্দকে সভাপতি এবং হাসান ছারোয়ার লাভলুকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মিয়া। অন্যান্য কর্মকর্তা হলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, হাসান আলী সরকার, মোস্তাফিজুর রহমান, সেলিম পারভেজ, আলী রেজা। যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ হিটলার, সৈয়দ মেহেদী হাসান, খোরশেদ আলম খোকন।
পরিচিতি সভা
ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে জাতীয়তাবাদী তাঁতীদলের পরিচিতি সভা ও সাম্প্রতিক সময়ে এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় চিতলমারী জাতীয়তাবাদী তাঁতীদলের অস্থায়ী কার্যালয়ে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় উপজেলা তাঁতীদলের সভাপতি মামুন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব পাইকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি পলাশ হাওলাদার, সহ-সভাপতি মেহেদী হাসান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মাঝি।
সংবাদ সম্মেলন
ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সোমবার স্থানীয় ইচ্ছেঘুড়ি রেস্টুরেন্টে রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে দেশের বর্তমান পরিস্থিতির ওপর মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করা হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ কলমাকান্দা উপজেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক আমির ও নেত্রকোনা কর্ম পরিষদের সুরা সদস্য মাওলানা আবুল হাসেম, সহ-সম্পাদক মাহমুদুল হাসান ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি গোলাম মোস্তফা, কলমাকান্দা উপজেলা কর্ম পরিষদ সদস্য জহিরুল ইসলাম মামুন, ইসলামী ছাত্রশিবির কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি হেদায়েত উলস্নাহ শাফি।
আর্থিক সহায়তা
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাজ্জাদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবরসহ আর্থিক সহায়তা করলেন সাঘাটা উপজেলা বিএনপির নেতারা। মঙ্গলবার বিকালে বিএনপি নেতা নিহত সাজ্জাদের শ্যামপুর গ্রামের বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল।
মতবিনিময় সভা
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরে গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাজিতপুর উপজেলা জাসাসের সদস্য সচিব মো. মনির হোসেনের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী ও হরিসভায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় বর্তমান পরিস্থিতি শান্ত আছে বলে বক্তারা উলেস্নখ করেন। এ সময় ছিলেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মো. মুর্শেদ জামান, জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, উপজেলা জাসাসের আহ্বায়ক ফয়েজ আহমেদ মিঠু, সদস্য সচিব মো. মনির হোসেন।
আনন্দ মিছিল
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজর সাবরেজিস্ট্রি অফিসের গত ১৭ বছরের সুবিধাবঞ্চিত ও নির্যাতিত দলিল লেখকরা শেখ হাসিনা সরকারের পতনে খুশি হয়ে আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার দুপুরে তারা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে এ আনন্দ মিছিল করেন। বিগত সরকারের পুরো সময় জুড়ে তৎকালীন দলিল লেখক সমিতির সদস্যরা তাদের সুবিধাবঞ্চিত রেখে তাদের ঠিকমত দলিল দাখিল করতে দেননি, তারা কর্তব্যরত প্রতিটি সাবরেজিস্ট্রারকে যার যার কর্মকালীন সময়ে সিন্ডিকেটের মাধ্যমে জিম্মি করে নিজেদের স্বার্থ হাসিল করতেন বলে জানান সুবিধাবঞ্চিত দলিল লেখকরা।
শুভেচ্ছা বিনিময়
ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
সরকার পতনের পর দেশে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ে। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করে দেশের সব পুলিশ সদস্যরা। অবশেষে কর্মস্থলে ফিরেছে তারা। ভুল-ত্রম্নটি শুধরে নতুন ধারায় কার্যক্রম শুরু করবে বলে জানায় পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা পাবনার সাঁথিয়া থানা প্রাঙ্গণে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান, উপজেলা সেক্রেটারি আনিসুর রহমান, পৌর আমির মাওলানা আব্দুল গফুর, সাংবাদিক ও জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সভা অনুষ্ঠিত
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত মেজর হাসান মাহমুদ। ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র ওয়াঃ অফিসার এইচ এম আলী হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার (ওসি) মহসীন আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম, বিএনপির উপজেলা সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহির ইসলাম মিলন, মিজানুর রহমান মিজান, শরীফ হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা আমীর আহমেদুল হক মানিক, সেক্রেটারি আব্দুল হক, জাতীয় পার্টির উপজেলা সভাপতি আনোয়ারুল হক বাবু প্রমুখ।
বিশেষ সভা
ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি নিরসনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. গাজীউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার ক্যাপ্টেন মো. সোয়াদ হোসেন, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) রোহান সরকার, উপেজলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, নন্দীগ্রাম থানার (ওসি) আজমগীর হোসাইন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, রেজাউল করিম কামাল, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর বিএনপি নেতা গোলাম হোসেন, উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ।
সৌজন্য সাক্ষাৎ
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। মঙ্গলবার নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোলস্নার নেতৃত্বে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে খোঁজখবর নেওয়া হয়। এ সময় ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. কাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আল আমিন রহমান, মো. মোতালিব হোসেন, এনামুল হক মনির, হাসিব আহমেদ মোলস্না, আসাদুজ্জামান, নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহীন, ব্যবসায়ী মো. মামুন।
আলোচনা সভা
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বৃহত্তর সুয়াবিন ও নাজিরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য এস এম শফিউল আলমের কারামুক্ত উপলক্ষে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার নাজিরহাট পৌরসভা ১নং ওয়ার্ড চুরখাহাট বাজারে নাজিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী আমানুলস্নাহ সভাপতিত্বে ও সদস্য মো. আমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন।