'বৈষম্যহীন রাষ্ট্র গড়তে ছাত্রদের গণজাগরণ'

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক বলেন 'গণতান্ত্রিক ন্যায্য অধিকার, ন্যায়বিচার নিশ্চিত ও বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়তে ছাত্রদের গণজাগরণ। এ জাগরণের গণ-অভু্যত্থানে দানবীয় শাসনের পরিণতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজসহ সবাইকে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এখন নৈতিক দায়িত্ব।' সোমবার বিকালে চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যন্ড চত্বরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, হারুন অর রশীদ চেয়ারম্যান, নুরুন্নবী তালুকদার, গাজী জাফর আলম, মীর কাশেম, শফিউল আলম, জাকির হোসেন চেয়ারম্যান, এম খায়রুন্নবী, একরাম হোসেন সেলিম, মোহাম্মদ ইব্রাহিম, সিরাজুল ইসলাম রাশেদ, আবু তাহের মাস্টার, শফিউজ্জামান, আবদুর রশিদ মেম্বার, সাফায়েত ইসলাম সাবাল, এম. ইলিয়াছ আলী, গিয়াস উদ্দিন, কাজী মো. মোহসিন, হাজী হারুন ডিলার, মনছুর আলম, নুরুল আজম চৌধুরী, সেলিম হাসান প্রমুখ।