ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপেস্নক্স অফিসের লুট হওয়া মালামাল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে জমা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়করা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স অফিসের লুট হওয়া মালামাল উদ্ধার করে ইউএনও ইয়াসমিন মনিরার কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ঢাকা কলেজের ছাত্র মেহেদী হাসান বাপ্পি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইশিতা জাহান সাথী, সিটি বিশ্ববিদ্যালয়ের ইবনুল হাসান আর রাফি, ছাত্র ও মহেশপুর মানবাধিকার সংস্থার কর্মকর্তা শামীম ওসমান।
এ সময় মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মকান্ডে প্রধান সহযোগী উজ্জল হোসেন বলেন, গত ৫ আগস্ট সরকারের পতন হলে ওই দিন বিকালে কিছু অজ্ঞাত ব্যক্তি মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভাঙচুর করে এবং সরকারি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। এসব মালামাল পূর্ণ উদ্ধারের উদ্দেশে ছাত্র সমন্বয়করা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স অফিস পরিদর্শনে যান। এ সময় জানতে পারেন একজন অজ্ঞাতব্যক্তির কাছে কিছু মালামাল আছে। সংস্কারের ধারাবাহিকতায় ছাত্রসমাজ ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন এবং সকালে মালামাল উদ্ধার করে জমা দেন। উদ্ধার মালামালের মধ্যে ছিল- একটি বড় টিভি, একটি মনিটর, ৪টি কড়ির বাটি সেট, ১০টি পেস্নট, ৩ পিস কম্বল, একটি তোয়ালে, একটি কাচের গস্নাস, একটি কাচের বাটি, ১৪ পিস পর্দা, একটি কড়ির মগ, একটি ভিমবার। হস্তান্তরের সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বৈষম্যবিরোধী ছাত্রসমাজকে ধন্যবাদ জানান।