বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি, ভূমিদসু্যতা ও নানা অনিয়মের অভিযোগে ধানুয়া কামালপুর ইউপির চেয়ারম্যান মশিউর রহমান লাকপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার ধানুয়া কামালপুর-রৌমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চেয়ারম্যানের দ্রম্নত অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বক্তব্য রাখেন- ইউপি সদস্য খাইরুল ইসলাম, ইউপি সদস্য ছামিউল হক, ইউপি সদস্য মোর্শেদ আলম, ইউপি সদস্য লাবনী আক্তার ও যুবদল নেতা ফুলু মিয়া। বিক্ষোভকারীরা চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির বিরুদ্ধে সব অভিযোগ তদন্ত করে এবং তার বিরুদ্ধে ইউপি সদস্যদের দেওয়া অনাস্থা প্রস্তাব কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, 'একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত না হওয়ায় কতিপয় ইউপি সদস্য আমার বিরুদ্ধে লোক দিয়ে মানববন্ধন করিয়েছে।'