তিতাসে সাব রেজিস্ট্রার অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা!
প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে সাব-রেজিস্ট্রার অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেছে উপজেলা দলিল লেখক সমিতি। গত সোমবার দুপুরে দলিল লেখকদের অফিসে এক জরুরি সভার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে দলিলভেদে একজন গৃহীতার ৫-১০ হাজার টাকা সাশ্রয় হবে।
জানা যায়, বিগত সরকারের আমলে বিভিন্ন খাতের খরচ দেখিয়ে গ্রহীতার কাছ থেকে দলিলভেদে অর্থ সংগ্রহ করা হতো। খাতগুলোর মধ্যে উলেস্নখযোগ্য হলো- দলিলভেদে সাব-রেজিস্ট্রারের খরচ, টিপসই নেওয়ার সময় অফিস খরচ, প্রতিটি দলিল থেকে সমিতি বাবদ খরচ, ঝাড়ুদার ও নৈশপ্রহরীর খরচ এবং নকলনবিসদের নাস্তার খরচ। এসব অতিরিক্ত খরচ আর গ্রহীতার কাছ থেকে নেওয়া হবে না মর্মে সব দলিল লেখক একমত পোষণ করেন। বিষয়টি জানাজানি হলে ফেসবুকে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া জানান, বিগত দিনগুলোতে বিভিন্ন খাতের বরাত দিয়ে যে টাকা আদায় করা হতো, সেটা আজ থেকে আর সংগ্রহ করা হবে না। তিনি আরও জানান, দলিলভেদে একজন গ্রহীতার এক হাজার থেকে পাঁচ হাজার, কোনো কোনো দলিলের ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির কাজলের সত্যতা স্বীকার করে বলেন, এখন থেকে সরকারি খরচ ছাড়া অফিস খরচ বাবদ গ্রহীতাকে আর কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না।
সব দলিল লেখকের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা সাব- রেজিস্ট্রারকে জানিয়ে দেওয়া হয়েছে।